ফল সিজন

শুনলাম এখন চলছে ফল

অবাক হলাম এ আবার কী?

পেছন থেকে বলে উঠল একজন

ঘাড় একটু এদিক-ওদিক ঘোরান।

কথা শুনে করলামও তাই

চোখ জুড়িয়ে গেল—

রং-বেরংয়ের পাতা গাছ থেকে

ঝরছে ঝরছে তো ঝরছেই

টের পেলাম একটু একটু হিমেল বাতাসও বইছে

বুঝলাম পাতা যখন পড়ছে

তা হলেই তো

গাছ থেকে পাতা ফল করছে

আর সে জন্যই মনে হয়

স্বদেশের শরৎ-হেমন্ত এখানে এসে

হয়ে গেছে ফল সিজন।