প্রবাসীর মিউজিক ভিডিও ‘আমি তোমাকে ছাড়া কিছু ভাবতেই পারি না’
বিশিষ্ট সংগীতশিল্পী সাব্বিরের মিউজিক ভিডিও ‘আমি তোমাকে ছাড়া কিছু ভাবতেই পারি না’ সম্প্রতি মুক্তি পেয়েছে। শিল্পীর নিজ ইউটিউব চ্যানেলে মুক্তি পায় এটি। প্রখ্যাত গীতিকার কবির বকুলের কথায় গানটিতে কণ্ঠ দিয়েছেন সাব্বির। সুরও করেছেন তিনি নিজেই। এর সংগীত আয়োজনে রয়েছেন নোঙ্গর ব্যান্ডের রাজীব আহমেদ। গানের কথার সঙ্গে মিল রেখে নির্মাণ করা হয়েছে ভিডিও, যাতে শিল্পীর সঙ্গে মডেল হয়েছেন রাপ্তি।
সংগীতে সাব্বিরের হাতেখড়ি একেবারে শৈশবেই। কুষ্টিয়ার পাটিকাবাড়িতে তবলাবাদক, গায়ক ও নাট্যকার বাবা বাহারুল আলমের তত্ত্বাবধানে পাঁচ বছর বয়স থেকেই তিনি গান শেখা শুরু করেন। এ সময়ে তিনি ফকির মাহিম শাহ ও ওস্তাদ তরুণ কর্মকারের সান্নিধ্য লাভ করেন। বুয়েট থেকে স্নাতক ডিগ্রি অর্জন শেষে সাব্বির ২০০৩ সালে মাস্টার্স করতে সিডনিতে চলে যান। পরপর দুটি বিষয়ে মাস্টার্স করে স্কিলড মাইগ্রেশন পান ২০০৬ সালে। বুয়েটে অধ্যয়নকালে সাব্বির বৃহৎ পরিসরে গানের চর্চার সুযোগ পান এবং নিয়মিতভাবে মূর্ছনার সংগীত আয়োজনে অংশ নেন। তিনি ২০০৭ সালে সিডনি ওয়াটারে প্রথম প্রকৌশলী হিসেবে চাকরিজীবন শুরু করেন। এরপর চাকরি নিয়েই ২০১০ সালে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের গোল্ডকোস্টে চলে যান।
পাশাপাশি সাব্বির গানের চর্চা ও গান পরিবেশন অব্যাহত রাখেন। সাব্বির বাংলাদেশে হারমোনিয়াম তবলায় গান করলেও অস্ট্রেলিয়ায় এসে গিটার ও পিয়ানো বাজানো শেখেন। সাব্বিরের সুর করা বেশ কটি গান রয়েছে। এর মধ্যে গানটি অন্যতম।
সাব্বিরের সহধর্মিণী রাপ্তি সারওয়াত পেশায় একজন চিকিৎসক। রাপ্তি নজরুলসংগীতে বিটিভির নিবন্ধিত শিল্পী। তাঁদের তিন বছরের এক কন্যাসন্তান রয়েছে। ১২ বছর ধরে অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাসরত সাব্বির এবং রাপ্তি সেখানে বাংলা ও হিন্দি কমিউনিটিতে নিয়মিতভাবেই সংগীত আয়োজনে অংশ নিচ্ছেন। তাঁরা সাধারণত ধ্রুপদি বাংলা, হিন্দি ও গজল গান পরিবেশন করে থাকেন। এখন থেকে নিয়মিতভাবেই আপনারা সাব্বির ও রাপ্তির গান শুনতে পাবেন তাঁদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে।