প্রবাসীদের ভোটাধিকার দাবি আয়েবার

সভায় আয়েবার নেতৃবৃন্দ
সভায় আয়েবার নেতৃবৃন্দ

প্রবাসীদের ভোটাধিকার, জনসংখ্যার আনুপাতিক হারে প্রবাসীদের জন্য সংসদে আসন নিশ্চিত করা এবং তাঁদের সন্তানদের জন্য স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে কোটা সংরক্ষণ ও চিকিৎসাসেবাসহ ইউরোপের প্রতিটি দেশের রাজধানী শহরে একটি করে বাংলাদেশ সেন্টার প্রতিষ্ঠার দাবি জানিয়েছে অল ইউরোপিয়ান ইউনিয়ন বাংলাদেশ অ্যাসোসিয়েশন (আয়েবা)৷
১৪ ডিসেম্বর স্পেনের রাজধানী মাদ্রিদের চার তারকা হোটেল কাতালোনিয়া আতুচাতে ষষ্ঠ কার্যকরী পরিষদের সভায় তাঁরা এ দাবি করেন। আয়েবার সভাপতি জয়নুল আবেদিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শুরুতে আয়েবার সফলতা কামনা করে বক্তব্য দেন স্পেনে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মাহবুবুল ইসলাম। সভায় সংগঠনের সহসভাপতি রানা তাসলিম উদ্দিন, জাহাঙ্গির আলম হাওলাদার, জিন্নুরাইন জায়গীরদার, আহমদ ফিরোজ, আজহারুল হক ফেরদৌস, হেনু মিয়া, শুভ্রত ভট্টাচার্য, কামাল মিয়াসহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসা আয়েবা সদস্যরা উপস্থিত ছিলেন । সংগঠনটির দাবি, এটি ইউরোপের ৩০টি দেশে প্রবাসী বাংলাদেশিদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করে থাকে।
ইউরোপের মূলধারার রাজনীতি, সংস্কৃতি ও ব্যবসা-বাণিজ্যে প্রবাসীদের অনুপ্রেরণা জোগাতেই মূলত যাত্রা শুরু করে বলে জানান ফ্রান্স-বাংলাদেশ ইকোনমিক চেম্বারের প্রতিষ্ঠাতা ও আয়েবার মহাসচিব কাজী এনায়েত উল্লা ইনু। তিনি বলেন, ‘আয়েবার মাধ্যমে আমরা বহির্বিশ্বে বিশেষ করে ইউরোপে বাংলাদেশেকে প্রমোট করছি। বাংলাদেশের কৃষ্টি-কালচার, ব্যবসা-বাণিজ্যের যোগাযোগ বৃদ্ধিসহ বিভিন্ন ইতিবাচক দিকগুলো তুলে ধরার মাধ্যমে বাংলাদেশেকে একটি ব্র্যান্ড নেম হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি।’
আয়েবার সভাপতি জয়নাল আবেদিন বলেন, বাংলাদেশিদের সঙ্গে প্রবাসীদের সমন্বয়ের লক্ষ্যে আমাদের এ উদ্যোগ। এর মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা আরও বেশি করে বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত হবেন। সংগঠনের মহাসচিব কাজী এনায়েত উল্লাহ সভা সঞ্চালনা করেন৷
আগামী মে মাসে পর্তুগালের রাজধানী লিসবনে দুই দিনব্যাপী আয়েবার দ্বিতীয় গ্র্যান্ড কনভেনশন এবং কৃতী প্রবাসী বাংলাদেশিদের আয়েবা অ্যাওয়ার্ড প্রদান করা হবে। এ ছাড়া কর্মসূচিতে আরও রয়েছে বিষয়ভিত্তিক কয়েকটি সেমিনার, সিম্পোজিয়াম, শোকেস, বাংলাদেশ লাইফ স্টাইল, রেমিট্যান্স, নেটওয়ার্কিং ও প্রমোটিং বিজনেসসহ বিভিন্ন বিষয়।
সন্ধ্যায় ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসা আয়েবা সদস্যদের সম্মানে এক নৈশভোজের আয়োজন করা হয়৷ মাদ্রিদের কমিউনিটি ব্যক্তিত্ব আবদুস সোবহান এ নৈশভোজের আয়োজন করেন৷ মাদ্রিদের কমিউনিটি ব্যক্তিদের সঙ্গে আয়েবা সদস্যদের মতবিনিময় হয়।
অনুষ্ঠানে মাদ্রিদে কমর্রত বাংলাদেশি সাংবাদিক জহুরুল ইসলাম, বকুল খান ও সেলিম আলমের বিভিন্ন প্রশ্নের জবাব দেন আয়েবার সভাপতি ও মহাসচিব।
নুরুল ওয়াহিদ
স্পেন