প্রতিপক্ষ যখন পানি

বীভৎস এক জমকালো রাতে
জেগে উঠে লাখো অসহায় মানুষ বীভৎস স্বপ্নে
আকাশ অন্ধকার, সূর্যটা কম্পিত পানির নিচে
অন্ধকার কালো রাত কালো কালিতে ঢাকা
প্রসারিত থমথমে ক্যানভাস ভয়ানক স্বপ্নে আঁকা;
শাশ্বত রাতের চিরন্তন দুঃস্বপ্ন, কবে হবে আলোর দেখা!
দীর্ঘশ্বাস চারদিকে শুধু আছে জমাটবাঁধা অশ্রুজল
ধেয়ে আসছে পাহাড় হয়ে বন্যার মিছিল;
স্থান নেই, স্থান নেই, সাগর সমুদয় ভূমি
অভিশপ্ত দূষিত আর দাম্ভিক দগ্ধ পানি।
আকাশটাও দরজা দিয়েছে খুলে, ঢালছে বর্ষণ
ওপার থেকে আসছে নদী আর সাগর করিতে লুণ্ঠন।
চারদিকে পানি শুকনো ভূমিগুলো আজ নদী
অসহায় মানবশিশু, ধেয়ে আসছে জ্বলন্ত পানি
মানুষ আর পানি আজ মুখোমুখি
ঢাল নেই, ঢাল নেই, অশ্রুই কেবল জ্যোতি।
চারদিকে দগ্ধ আর দূষিত পানি হাতে পাহাড়সম বন্যা
চারদিকে দৃশ্যমান মৃত আর গলিত মানব কন্যা।
পা চেপে আছে মহাপ্লাবন, অসহায় মানুষ আর পশু
পানির কাছে অসহায় মা, অসহায় দুধের শিশু।
*শহীদ শতাব্দী: লন্ডন, যুক্তরাজ্য।