প্যারিসে জাতীয় চার নেতাকে স্মরণ

আলোচকেরা
আলোচকেরা

ফ্রান্সের রাজধানী প্যারিসে স্মরণ করা হয়েছে জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এ এইচ এম কামারুজ্জামান ও এম মনসুর আলীকে। গতকাল শুক্রবার (৩ নভেম্বর) বিকেলে প্যারিসের গার্দ নর্দে জেলহত্যা দিবস উপলক্ষে এক স্মরণসভার আয়োজন করা হয়। এই সভায় গভীর শ্রদ্ধায় তাঁদের স্মরণ করা হয়। আওয়ামী লীগের ফ্রান্স শাখার উদ্যোগে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন শাখার সিনিয়র সহসভাপতি মঞ্জুরুল হাসান। পরিচালনা করেন সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেইন।

বক্তব্য দেন ইউরোপিয়ান শাখার সহসভাপতি আবদুল্লাহ আল বাকি, ফ্রান্স শাখার উপদেষ্টা মুক্তিযোদ্ধা এনামুল হক, সহসভাপতি শাহজাহান রহমান, জসিম উদ্দিন, শাহজাহান সারু, আজম খান, মোতালেব খান, আকরাম খান, অধ্যাপক অপু আলম, হাসান সিরাজ, শাহিন আরমান চৌধুরী, সাইফুল ইসলাম খান ও হারুন রশিদ প্রমুখ।
তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার হত্যাকাণ্ড ছিল একই ষড়যন্ত্রের ধারাবাহিকতা। জাতীয় চার নেতা বঙ্গবন্ধুর অবর্তমানে বাংলাদেশের মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন। তারা ছিলেন নির্ভীক, সৎ ও দূরদৃষ্টিসম্পন্ন। বঙ্গবন্ধু ও চার নেতার হত্যাকাণ্ড ছিল বাংলাদেশের বিরুদ্ধে একটি পরিকল্পিত ষড়যন্ত্র।
সভায় বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে আন্তর্জাতিক স্বীকৃতির জন্য ইউনেসকোকে ধন্যবাদ এবং ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস ঘোষণার দাবি জানানো হয়।
সভা শেষে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতাসহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

সংবাদদাতা: আবু তাহির, প্যারিস, ফ্রান্স।