প্যারিসে একুশে বইমেলা ১৭ ফেব্রুয়ারি

একুশে বইমেলার প্রচারপত্র
একুশে বইমেলার প্রচারপত্র

‘সাহসী যৌবনে সুন্দর আগামী’ স্লোগানে আগামী ১৭ ফেব্রুয়ারি রোববার ফ্রান্সের রাজধানী প্যারিসে আয়োজন করা হয়েছে একুশে বইমেলা। অমর একুশ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এ মেলার আয়োজন করেছে বাংলাদেশ যুব ইউনিয়নের ফ্রান্স কমিটি।

মেলা চলবে বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত। মেলা চলাকালে অনুষ্ঠিত হবে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা, প্রকাশিত বইয়ের মোড়ক উন্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

মেলা উদ্বোধন করবেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) ফ্রান্স কমিটির সম্পাদক আহাম্মেদ আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন যুব ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসান হাফিজুর রহমান। অতিথি থাকবেন কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক ফিরোজ আলম, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের ফ্রান্স শাখার সভাপতি জামিরুল ইসলাম মিয়া, লেখক ও আবৃত্তিশিল্পী রবিশঙ্কর মৈত্র, ফরাসি লেখক ও ইতিহাসবিদ মাদাম লিজল শিফখ।

আয়োজক সংগঠনের সভাপতি অ্যাডভোকেট রমেন্দু কুমার চন্দ ও সাধারণ সম্পাদক ফাহাদ রিপন জানিয়েছেন, এবারের বইমেলা বিগত বছরের চেয়ে সুন্দর, সুষ্ঠু ও উপভোগ্য হবে। অনেক দর্শনার্থী সমাগম বিবেচনায় এবার মেলার পরিসর বড় করা হয়েছে।

প্যারিসের বাঙালি অধ্যুষিত এলাকা GARE DE L’EST Metro-এর পাশে (ঠিকানা 18 bis Passage Dubail 75010 paris) মেলা প্রাঙ্গণ হওয়ায় বিপুলসংখ্যক বাঙালির পাশাপাশি অন্য কমিউনিটির দর্শনার্থী সমাগমের আশা পোষণ করছেন আয়োজকেরা।