প্যারিসে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন

আদিবাসী দিবস পালনের একটি দৃশ্য
আদিবাসী দিবস পালনের একটি দৃশ্য

নেচে-গেয়ে ও প্রতিবাদে ২৩তম আন্তর্জাতিক বিশ্ব আদিবাসী দিবস পালন করেছেন ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি আদিবাসীরা। বিশ্ব আদিবাসী দিবসকে সামনে রেখে ইউরোপিয়ান জুম্ম ইনডিজেনাস কাউন্সিল ও লা ভোয়া দে জুম্ম যৌথভাবে ফ্রান্সের প্যারিসের রিপাবলিক চত্বরে গত রোববার (১৩ আগস্ট) বিকেলে এ অনুষ্ঠানের আয়োজন করে।

আদিবাসী দিবস পালনের একটি দৃশ্য
আদিবাসী দিবস পালনের একটি দৃশ্য

‘আদিবাসী অধিকার বিষয়ক জাতিসংঘ ঘোষণা বাস্তবায়ন চাই’, ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠী না আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি চাই’, ‘আমার পরিচয়ে আত্মসম্মান নিয়ে বেঁচে থাকতে চাই’ ও ‘আমাকে ভূমির অধিকার দাও’—ইত্যাদি স্লোগান সংবলিত ফেস্টুন, ব্যানারে সজ্জিত হয়ে, নাচ গানে আদিবাসী নারী-পুরুষেরা এতে অংশ নেন। অনুষ্ঠান চলাকালে তারা বাংলাদেশ সরকারকে উদ্দেশ্য করে বিভিন্ন দাবি ও অধিকার সমেত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

আদিবাসী দিবস পালনের একটি দৃশ্য
আদিবাসী দিবস পালনের একটি দৃশ্য

এ ছাড়া দিবসটি উপলক্ষে এক আলোচনা সভাও অনুষ্ঠিত হয়। সভায় ফ্রান্সের লা ভোয়া দে জুম্মর সভাপতি ডমিনিক ক্লোচনের সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ তরুণ কান্তি চাকমার সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন ইউরোপিয়ান জুম্ম ইনডিজেনাস কাউন্সিলের সাধারণ সম্পাদক শাক্যমিত্র চাকমা। অন্যান্যদের মধ্যে ইউরোপিয়ান জুম্ম ইনডিজেনাস কাউন্সিলের সভাপতি সুদর্শন চাকমা, তরুণ আলো চাকমা, সুদত্ত তঞ্চঙ্গ্যা, তরুণ কান্তি চাকমা ও মেক্সুয়েল চাকমা প্রমুখ বক্তব্য দেন।

আদিবাসী দিবস পালনের একটি দৃশ্য
আদিবাসী দিবস পালনের একটি দৃশ্য

আলোচনা সভায় বক্তারা সরকারকে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ধারাসমূহ দ্রুত বাস্তবায়নের পাশাপাশি আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি প্রদানসহ পার্বত্য জেলায় অবৈধ বসবাসকারীদের উচ্ছেদ করতে সরকারের প্রতি আহ্বান জানান।
এরপর মিতু দেওয়ান, সোনাবি চাকমা, নিউশিয়া চাকমা, সুশীলা চাকমা, মরিয়ম চাকমা, ঝিমিলানী চাকমা ও লালা মারমা বেশ কয়েকটি দলীয় সংগীত পরিবেশন করেন। এ ছাড়া শিল্পী ঝিমিলানী চাকমার তত্ত্বাবধানে একে একে আদিবাসী নৃত্য প্রদর্শন করেন পারমি চাকমা, শেলি চাকমা ও তমেলি ত্রিপুরা।

আদিবাসী দিবস পালনের একটি দৃশ্য
আদিবাসী দিবস পালনের একটি দৃশ্য

সংবাদদাতা: অনুপম বড়ুয়া (টিপু), প্যারিস, ফ্রান্স।