পূর্ব লন্ডনে বাংলা গানের পরিবেশনা

সংগীত পরিবেশন করছেন গৌরি চৌধুরী
সংগীত পরিবেশন করছেন গৌরি চৌধুরী

পূর্ব লন্ডনের কবি নজরুল সেন্টারে মঞ্চস্থ হলো কবি ও গীতিকার জাহাঙ্গীর রানা রচিত বাংলা গানের কিছু বর্ণাঢ্য পরিবেশনা। এ সিরিজ অব কায়সারস ইন্ট্রোডাকশন অব সাউথ এশিয়ান আর্টস-এর অংশ হিসেবে অনুষ্ঠিত এই ব্যতিক্রমধর্মী আয়োজনে সংগীত পরিবেশন করেন বিলাতের প্রথিতযশা শিল্পীরা। গত রোববার (৮ জুলাই) এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

রাধারমণ সোসাইটির ব্যবস্থাপনা ও টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সহযোগিতায় আয়োজিত এই বিশেষ পরিবেশনামালায় সংগীত পরিবেশন করেন গৌরি চৌধুরী, আলাউর রাহমান, সাঈদা তানি, জুবের আখতার সুহেল, বাউল এম হোসেইন ও জেসি বড়ুয়া। তবলায় সংগত করেন ইয়ামিন চৌধুরী সাগর। গিটারে ছিলেন পরাগ হাসান, কিবোর্ডে প্রিতম সাহা ও অক্টোপ্যাডে ডগলাস গোমেজ। শব্দনিয়ন্ত্রণ ও প্রক্ষেপণে অমি ইসলাম। সুরেলা কণ্ঠে গাওয়া প্রায় প্রতিটা গানই দর্শকেরা মন্ত্রমুগ্ধ হয়ে উপভোগ করেছেন একটানা প্রায় সাড়ে তিন ঘণ্টা। অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি টি এম আহমেদ কায়সার।

সংগীত পরিবেশন করছেন সাঈদা তানি
সংগীত পরিবেশন করছেন সাঈদা তানি

জাহাঙ্গীর রানা গান লিখছেন ১৯৮৮ সাল থেকে | এ যাবৎ তাঁর লিখিত গানের সংখ্যা পাঁচ শর ওপরে | প্রকাশিত গানের সংকলন, স্বপ্ন বুনবে বুকে, এ শুধু তোমার জন্য, ঘুম আসে না দুই নয়নেসহ কমপক্ষে ৩০টি একক ও মিক্সড অ্যালবামে তাঁর গান প্রকাশিত হয়েছে | তাঁর লেখা গানে সুর করেছেন শেখ সাদি খান, আনিসুর রহমান তনু, লাকি আখান্দ, সুবীর নন্দী, অমিতাভ শ্যাম, হিমাংশু বিশ্বাস, বিদিত লাল দাশ, হিমাংশু গোস্বামী, উজ্জ্বল সিনহা ও শানসহ আরও অনেকেই | তাঁর লেখা আধুনিক, দেশের গান ও বাউল অঙ্গের লোকগীতিতে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন, সৈয়দ আবদুল হাদী, অ্যান্ড্রু কিশোর, সুবীর নন্দী, রফিকুল আলম, শাম্মি আক্তার, তপন চৌধুরী, শাকিলা জাফর, চন্দনা মজুমদার, শম্পা রেজা ও শুভ্র দেব থেকে শুরু করে এ সময়ের জনপ্রিয় শিল্পী নিশিতা বড়ুয়া, আশিক, কোনাল, শেফালি সারগাম ও নন্দিতাসহ আরও অনেকে | ক্লোজআপ তারকা নিশিতা বড়ুয়ার গাওয়া হিয়া গানটি দেখেছেন ইতিমধ্যে প্রায় এক কোটি দর্শক। বিলেতে গত পনেরো বছর ধরে টেলিভিশনে সংগীত বিষয়ক বেশ কিছু অনুষ্ঠান উপস্থাপনার সঙ্গে যুক্ত আছেন তিনি।

সংগীত পরিবেশন করছেন জেসি বড়ুয়া
সংগীত পরিবেশন করছেন জেসি বড়ুয়া

অনুষ্ঠানের দর্শক, গ্রন্থ প্রণেতা ও বিশিষ্ট উন্নয়নকর্মী মাইক শেরিফ বলেন, এটি সত্যিই এক অভূতপূর্ব অনুষ্ঠান। কথা ও সুরের কী জাদুময় সমন্বয়! লন্ডনের এই গরমেও দর্শকেরা এত রাত অবধি একটানা প্রাণ ভরে উপভোগ করেছেন প্রায় প্রতিটি গান। শিল্পীদের গায়কিও ছিল কত বিচিত্র ও কী ঘোর জাগানিয়া। আমি বাংলা শিখছি এবং আমি বাংলা গান ভালোবাসি। আমি এ রকম অপূর্ব গানের অনুষ্ঠানে আরও বেশি যোগ দিতে চাই।

অনুষ্ঠান সঞ্চালনা করেন টি এম আহমেদ কায়সার
অনুষ্ঠান সঞ্চালনা করেন টি এম আহমেদ কায়সার

বিশিষ্ট কণ্ঠযোদ্ধা, সংগীতজ্ঞ ও ঐতিহাসিক স্বাধীন বাংলা বেতারের অন্যতম প্রধান শিল্পী মাহমুদুর রহমান বেনু বলেন, আমি অভিভূত। শিল্পীরা যে নিষ্ঠা, যে দরদ দিয়ে জাহাঙ্গীর রচিত হৃদয়স্পর্শী বাণীর মঞ্চায়ন করেছেন আজ, তা এক কথায় অনন্য। আর এই হলভর্তি দর্শকেরা যে পিন পতন নীরবতা নিয়ে, প্রায় বিভোর হয়ে পরিবেশনাগুলি উপভোগ করলেন তাতেই প্রমাণ হয় এই সব কথার, এই সব সুরের কোনো মৃত্যু নেই।
বিলাতের জনপ্রিয় তবলা তারকা ইউসুফ আলী খান বলেন, জাহাঙ্গীরের লেখা এই গানগুলো আমি ঘোরগ্রস্ত হয়ে শুনেছি আদ্যোপান্ত। আমি তাঁকে শুধু তবলা শিখিয়েছিলাম, কিন্তু গান রচনায় ও এর সুর প্রদানেও এই লয় বিদ্যাকে যে চমৎকারভাবে প্রয়োগ করেছে, তা দেখে আমি রীতিমতো চমকে গেছি।

অনুষ্ঠানে জাহাঙ্গীর রানা ও টি এম আহমেদ কায়সার
অনুষ্ঠানে জাহাঙ্গীর রানা ও টি এম আহমেদ কায়সার

টি এম আহমেদ কায়সার জানান, আমার এই সিরিজের লক্ষ্যই হলো আমাদের শিল্প সংগীতের মেধাবী কুশীলবদের সৃষ্টি জগৎকে আরও ব্যাপকভাবে পরিচিত করে তোলা। দর্শকদের বিপুল প্রতিক্রিয়া এই উদ্যোগকে অনুপ্রাণিত করেছে নিঃসন্দেহে। আমাদের পরবর্তী আয়োজন হবে মেধাবী ও জনপ্রিয় গীতিকার সৈয়দ দুলালের লিরিক্যাল রচনা সম্ভার নিয়ে।

সুদীপ্তা চৌধুরী: লন্ডন, যুক্তরাজ্য।