পিএইচপি কোরআনের আলো বিজয়ীদের সংবর্ধনা

বাংলাদেশে অনুষ্ঠিত পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতায় (২০১৪) বিজয়ীদের সংবর্ধনা দেওয়া হয়েছে সৌদি আরবের জেদ্দায়। একই অনুষ্ঠানে ২০১৫ সালের প্রতিযোগিতারও উদ্বোধন করা হয়েছে।

আহলুল কোরআন ও সুন্নাহ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের উদ্যোগে ৯ জানুয়ারি, শুক্রবার স্থানীয় গোল্ডেন টিউলিপ হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনটিভি টেলিভিশন চ্যানেলের চেয়ারম্যান মোসাদ্দেক আলী। বিশেষ অতিথি ছিলেন মদিনার উম্মুল কোরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রাহিদ আল-বাজুরী, মদিনার ইসলামি দাওয়া সেন্টারের প্রধান পরিচালক হাফেজ কাজী হামিদ, পিএইচপি কোরআনের আলো ফাউন্ডেশনের চেয়ারম্যান আবু ইউসুফ, কারি গোলাম মোস্তফা, ইকবাল হোসেন চৌধুরী ও আলী আযম প্রমুখ।
হাফেজ কারি জহিরুল ইসলামের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান আল্লামা আবদুল্লাহ হাশেমী৷ ২০১৪ সালের প্রতিযোগিতায় বিজয়ীরা হলো হাফেজ মোহাম্মদ সাইফুর রহমান প্রথম, হাফেজ মোহাম্মদ জাহিদুল্লাহ দ্বিতীয়, হাফেজ মোহাম্মদ মহিবুল্লাহ তৃতীয়, হাফেজ মোহাম্মদ ইব্রাহিম খলিল চতুর্থ ও হাফেজ মোহাম্মদ জাহিদুর রহমান পঞ্চম৷ বিজয়ীদের হাতে ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা। বিজয়ীদের কয়েকজন নগদ অর্থ উপহার দিয়ে সম্মানিত করেন। এ ছাড়া জেদ্দার বৃহত্তর নোয়াখালী প্রবাসীকল্যাণ সমিতির কয়েকজন কর্মকর্তা বিজয়ী সবার শিক্ষার ব্যয়ভাব বহনের দায়িত্ব নেন।

অনুষ্ঠানে জেদ্দাপ্রবাসী অনেক বাংলাদেশিসহ ধর্মীয় বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। আলোচনায় অংশ নেন আবদুর রহমান, মোহাম্মদ আক্কাস মিয়া, নূর মোহাম্মদ, প্রকৌশলী শাহজাহান, সাইফুর রহমান, এম ওয়াই আলাউদ্দিন, এ কে আজাদ, মোহাম্মদ শাহ আলম, ফেরদৌস প্রমুখ।