পর্তুগালে করোনার নতুন ধরন অমিক্রন শনাক্ত

লিসবন বিমানবন্দরে আফ্রিকা থেকে আসা যাত্রীদের করোনা পরীক্ষা হচ্ছেছবি: সংগৃহীত

পর্তুগালসহ গোটা ইউরোপের নতুন আতঙ্কের নাম করোনার অমিক্রন ধরন। পর্তুগালসহ ইইউর সদস্যভুক্ত দেশগুলো তাদের নাগরিক ছাড়া দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, জিম্বাবুয়ে, অ্যাঙ্গোলা, মোজাম্বিক, মালাউই, জাম্বিয়া, লিসোথো ও এসয়োতিনি থেকে বিদেশি নাগরিকদের ভ্রমণ নিষেধাজ্ঞা কার্যকর করেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় ডিজিএস সূত্রে গতকাল সোমবার আফ্রিকার বি.১.১.৫২৯ ভেরিয়েন্টটির ১৩টি কেস শনাক্ত হয়েছে দেশটিতে। জানা যায়, ওই ১৩ জন বেলেনেনসেস এএসডি ফুটবল দলের খেলোয়াড়। সম্প্রতি তাঁদের মধ্যে একজন দক্ষিণ আফ্রিকা ভ্রমণ করেছিলেন।

এদিকে পর্তুগালে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও এ ধরন নিয়ে অনেকটাই উদ্বিগ্ন। লিসবনে বাংলাদেশি রেস্তোরাঁ ব্যবসায়ী সেলিম বলেন, ‘কয়েক মাস আগেই পর্তুগাল সরকার বিধিনিষেধ তুলে দিয়ে সবকিছু শিথিল করে দিয়েছিল। যার ফলে আমাদের ব্যবসা-বাণিজ্যও অনেকটা ভালোই চলছে। কিন্তু শীতের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে আক্রান্ত মানুষের সংখ্যা যে হারে বৃদ্ধি পাচ্ছে, দেশটির সরকার যেকোনো সময় নতুন করে সিদ্ধান্ত নিতে পারে। যার ফলে ব্যবসা-বাণিজ্যে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।’