বাংলাদেশে শিক্ষার্থীদের নিরাপদ সড়কের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে জাপানের রাজধানী টোকিওতে প্রবাসী শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। প্রচণ্ড রোদকে উপেক্ষা করে টোকিও ও এর আশপাশ এলাকায় বসবাসরত শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেন। শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন পেশার প্রবাসীরাও এতে যোগ দেন।
গত রোববার (৫ আগস্ট) টোকিওর ইকেবুকুর নিশিগুচি কোয়েনে শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় অংশগ্রহণকারীদের ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগানে মুখরিত হয় শহীদ মিনার প্রাঙ্গণ। তারা নিরাপদ সড়ক চাই দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলারও নিন্দা জানান তারা।
শিক্ষার্থীসহ প্রবাসীরা বেলা ১১টা থেকে শান্তিপূর্ণ এ কর্মসূচি পালনের জন্য শহীদ মিনারে অবস্থান নেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অংশগ্রহণকারীর সংখ্যা বাড়তে থাকে। শিক্ষার্থী ও প্রবাসীদের প্রতীকী এই অবস্থান ও স্লোগান জাপান সরকার ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের নজরে দেওয়া হয়েছে বলে জানান তারা।
গোলাম মাসুম জিকো: টোকিও, জাপান।