নিউইয়র্কে লেখক ও ব্লগার অভিজিৎকে স্মরণ

লেখক ও ব্লগার অভিজিৎ রায়ফাইল ছবি

আমেরিকার নিউইয়র্কে প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে স্মরণ করা হলো বিজ্ঞানমনস্ক লেখক ও ব্লগার অভিজিৎ রায়কে। আজ রোববার অভিজিৎ স্মরণে জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণি–পেশার প্রবাসীরা।

প্রবাসী নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, অভিজিৎকে হত্যা করলেও তাঁর দর্শনকে হত্যা করা যাবে না। তাঁরা আরও বলেন, মুক্তিযুদ্ধের অর্জনকে ধ্বংস, অসাম্প্রদায়িক চেতনাকে হত্যা, মুক্তবুদ্ধির চিন্তাকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্যই এসব হত্যাকাণ্ড করছে পরাজিত শক্তিরা।

সরকারকে কঠোরভাবে এসব অপশক্তির মোকাবিলা করার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, যেন আর কোনো মুক্তচিন্তকের অপমৃত্যু না ঘটে। পাশাপাশি শিক্ষাব্যবস্থা ছাড়া বিভিন্ন সেক্টরে অসাম্প্রদায়িকতা ফুটিয়ে তোলার জন্য উপযুক্ত সমাজব্যবস্থা গড়ে তোলারও জোরালো দাবি জানান তাঁরা।

সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে অভিজিৎ হত্যার দৃষ্টান্তমূলক বিচার এবং বাংলাদেশে সব ধরনের সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধের দাবি জানান।
কমিউনিটি অ্যাক্টিভিস্ট মিনহাজ সাম্মুর সঞ্চালনায় বক্তব্য দেন কমিউনিটি অ্যাক্টিভিস্ট মিথুন আহম্মেদ, গোপাল স্যান্যাল, রূপসী বাংলা ও অনুস্বর সাংবাদিক শাহ্‌ জে চৌধুরী, আবদুল হামিদ, জাসদ নেতা নূর এ আলম জিকু, ফটোসাংবাদিক রিংকু প্রমুখ।