নাহিদ কবিরের রবীন্দ্রনাথের প্রেমের গানের অ্যালবাম

অ্যালবামের প্রচ্ছদ
অ্যালবামের প্রচ্ছদ

বৈচিত্র্যময় বিষয়, রচনা আর মাধুর্যমণ্ডিত সুরে সমৃদ্ধ রবীন্দ্রনাথের গান। এই মাধুর্যমণ্ডিত সুর আর মাটির টানেই প্রতি বছর সুদূর কানাডা থেকে ছুটে আসেন শিল্পী নাহিদ কবির কাকলি। রবীন্দ্রসংগীত প্রেমীদের জন্য কিছু গান উপহার দিয়ে আবার ফিরে যান জীবন-জীবিকার সন্ধানে। মাঝে নিতান্তই সময় কম। এর মধ্যে একটি অ্যালবাম করা চাট্টিখানি নয়। তাও সংগীতায়োজনের পুরোটাই কলকাতায়।

নাহিদ কবির আর দশজনের মতো মাসে মাসে অ্যালবাম প্রকাশ করেন না। পুরো একটি বছর একটি অ্যালবামের পরিকল্পনা করেন সুদূরে বসেই। গান বাছাইয়ের ক্ষেত্রেও শিল্পীর মননশীলতার পরিচয় পাই আমরা তাঁর প্রতিটি অ্যালবামে। ১৪ ফেব্রুয়ারি বুধবার প্রকাশিত রবীন্দ্রনাথের প্রেমের গান শীর্ষক অ্যালবামে নাহিদ কবির নির্বাচন করেছেন রবীন্দ্রনাথের প্রেম পর্যায়ের দশটি গান।
গানগুলো‘আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে;’ ‘সেদিন দুজনে দুলেছিনু বনে;’ ‘তুমি কোন কাননের ফুল;’ ‘আমার নিশীথ রাতের বাদল ধারা;’ ‘তুমি একটু কেবল বসতে দিও কাছে;’ ‘জাগরণে যায় বিভাবরী;’ ‘আমি তোমার প্রেমে;’ ‘প্রাণ চায় চক্ষু না চায়;’ ‘কাছে থেকে দূর;’ ‘এই কথাটি মনে রেখো।’
কলকাতা তথা ভারতের অন্যতম সেরা সংগীতজ্ঞ দূর্বাদল চট্টোপাধ্যায়ের শৈল্পিক অনুষঙ্গে শিল্পীর প্রতিটি গানেই একটা আলাদা মাত্রা যোগ হয়েছে। তিনি মূল কাঠামোকে ঠিক রেখে প্রতিটি গানেই চমৎকার ইম্প্রোভাইজ করেছেন। ওয়েস্টার্ন ধাঁচের কিছু উপাদানের মিশ্রণে সংগীতায়োজক দূর্বাদল তাঁর মেধার স্বাক্ষর রেখেছেন। আর নাহিদ কবিরের কণ্ঠে প্রতিটি গানই গোগ্রাসে উপভোগ্য। তাঁর গায়কি মাধুরতা, উচ্চারণ, প্রক্ষেপণ, কণ্ঠের ডাইনামিক বিচরণ চমৎকার। সুরের প্রতিটি গ্রাফকেই শিল্পী ছুঁয়ে গেছেন নিপুণভাবে।
অ্যালবামের সব বিষয়ে দেখভাল করেছেন আরেক গুণী শিল্পী-পিনু সাত্তার। অ্যালবামের বিপণন দায়িত্বে রয়েছে ঢাকার শাহবাগের আজিজ সুপার মার্কেটের সুরের মেলা।