‘নজরুল ও বঙ্গবন্ধু’ শিরোনামে অডিও অ্যালবামের মোড়ক অনুষ্ঠান
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে ‘নজরুল ও বঙ্গবন্ধু’ শিরোনামে একটি অডিও অ্যালবাম প্রকাশ করেছে ছায়ানট (কলকাতা) ও কোয়েস্ট ওয়ার্ল্ড। কলকাতার রাজারহাট নিউ টাউনে নজরুলতীর্থে অডিও অ্যালবামটির মোড়ক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিডকো চেয়ারম্যান দেবাশিস সেন, নজরুলতীর্থ কিউরেটর অনুপ মতিলাল, বিশিষ্ট কবি ও প্রাবন্ধিক সৈয়দ হাসমত জালাল, ভাস্বতী দত্ত ও ছায়ানটের (কলকাতা) সভাপতি সোমঋতা মল্লিক।
দুই বাংলার বিশিষ্ট শিল্পীরা কাজী নজরুল ইসলাম ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কিত বিভিন্ন প্রথিতযশা প্রাবন্ধিক ও লেখকদের রচনা ও স্মৃতিচারণা করেন এ অডিও অ্যালবামটিতে। অমর্ত্য সেন, কল্যাণী কাজী, ড. রফিকুল ইসলাম, সেলিনা হোসেন, আব্দুল মান্নান সৈয়দ, করুণাময় গোস্বামী, আসাদুল হক, খিলখিল কাজী, মানিক মোহাম্মদ রাজ্জাক, অনুপম হায়াৎ ও ড. সৌমিত্র শেখরের লেখা নিয়ে অ্যালবামটি প্রকাশিত হয়েছে। অডিও অ্যালবামে কণ্ঠ দিয়েছেন দেবাশিস বসু, স্বর্ণাভ রায়, রত্না বিশ্বাস, মধুমিতা বসু, রাশেদ হাসান, ভাস্বতী দত্ত, সৈয়দ হাসমত জালাল, জয়ন্ত রায়, কল্পলাল মজুমদার, সোমঋতা মল্লিক প্রমুখ। বিজ্ঞপ্তি