মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে স্পেনে আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। মাদ্রিদের মনকোলা হাসপাতালে ৪ অক্টোবর সকাল সাড়ে ১০টায় মৃত্যুবরণ করেন ৬০ বছর বয়স্ক মো. মাসুক আহমদ। স্পেনে বাঙালি কমিউনিটির পরিচিত মুখ মো. মাসুক আহমদ। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এ নিয়ে করোনায় স্পেনে ৬ জন প্রবাসী বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন। অন্যদিকে পুরো স্পেনে এক হাজারের অধিক প্রবাসী বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন কিংবা নিজ বাসায় আইসোলেশনে আছেন। এর মধ্যে দেশটির বিভিন্ন হাসপাতালে ৪৭ জন প্রবাসী বাংলাদেশি সংকটাপন্ন অবস্থায় আইসিইউতে আছেন বলে জানা গেছে।
২০ বছর ধরে সপরিবার স্পেনের মাদ্রিদে বসবাসরত মাসুকের দেশের বাড়ি সিলেটের মোগলাবাজার থানার মোহাম্মেদপুর গ্রামে। সম্প্রতি ইউরোপিয়ান (স্প্যানিশ) পাসপোর্ট হাতে পেয়ে স্বজনদের সঙ্গে দেখা করার স্বপ্ন বুকে নিয়ে দেশে যাওয়ার অপেক্ষায় ছিলেন তিনি। কিন্তু ফেরা হলো না তাঁর। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২০ দিন হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে থাকার পর তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। এদিকে মো. মাসুক আহমদের মৃত্যুতে বায়তুল স্পেনের বাঙালিদের বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।