ওগো সুন্দরী আমি তোমার কথা বলছি
আমরা হারব, আমরা হার মানব।
আমরা জিতব, জেতার উল্লাসে উল্লসিত হব।
কিন্তু হঠাৎ যদি জীবন চলার পথে এসে যায় বাধা,
আর সে বাধার কারণে যদি ভেঙে পড়ি, তাহলে তো চলবে না।
যদি বাঁচতে না চাই তাহলে তো হবে না।
আমাদের জীবনে মাঝেমধ্যে এমন ধরনের ঘটনা দেখা দেয় বা দিতে পারে।
ঠিক তখনই ভাবতে হবে সেই কোটি কোটি শুক্রাণুর মধ্যে আমরা ছিলাম সেই শক্তিশালী,
যে ডিম্বাণুকে ফার্টিলাইজ করে জিতেছিলাম।
আমাদের চিন্তায় সব সময় রাখতে হবে যে আমরা শুরুতে জিতেছি,
আমরা মাঝপথেও জিতব, আমরা শেষেও জিতব।
আমি বাঙালির আত্মচেতনার কথা বলছি,
আমি সোনার বাংলা গড়ার যে প্রতিশ্রুতি বঙ্গবন্ধু দিয়েছিলেন,
আমি সে কথা বলছি।
আমি না পাওয়া থেকে এগিয়ে যাব জন্ম নেওয়ার কথা বলছি,
আমি হতাশ না হয়ে বরং নতুন উদ্দীপনা এবং চেতনার কথা বলছি,
আমি যারা পদ্মা সেতুর বাধা হয়েছিল তাদের কথা বলছি,
আমি তাদের কারণে নিজের পায়ে দাঁড়াতে শিখেছি সে কথাও স্বীকার করছি,
আমি বঙ্গবন্ধুকন্যার চ্যালেঞ্জের কথা বলছি,
আমি মানবতার ঢেউ পদ্মা সেতুর নিচ দিয়ে বয়ে যাক সে স্বপ্ন দেখছি,
আমি জাতির পিতার কন্যা দেশে গণতন্ত্রের শাসন ফিরিয়ে আনুক সে আশা করছি,
আমি কোনো লীগের বাংলাদেশ নয়,
আমি ১৮ কোটি বাংলাদেশির বাংলাদেশের কথা বলছি।
আমি সোনার বাংলা গড়ার কথা বলছি।
আমি জাতির পিতার সোনার বাংলাদেশ গড়ার স্বপ্নের বাস্তবায়নের কথা বলছি।
আমি মিস সুইডিশ দেখেছি।
আমি গোল্ডেন গেট এবং লন্ডন ব্রিজ দেখেছি।
আমি বিশ্বের অনেক নদী এবং সাগর দেখেছি।
আমি বিশ্বের প্রায় সব সেভেন ওয়ান্ডার্স দেখেছি।
তোমার মতো অত সুন্দর কোথাও দেখি নাই,
প্রাণের চেয়ে প্রিয় তুমি পদ্মা সেতু তাই।
তৃণভূমির রাইয়ের মতো স্বর্ণকেশী
ভালোবাসার যে সেতু তৈরি হয়েছে,
আমি সেই পদ্মা সেতুর কথা বলছি।