দূর পরবাস অস্ট্রেলিয়া ১

সিডনির অপেরা হাউস
ফাইল ছবি: কাউসার খান

অস্ট্রেলিয়ার সিডনিসহ নিউ সাউথ ওয়েলস রাজ্যে বেড়েই চলেছে করোনাভাইরাসের সংক্রমণ। করোনার এবারের ঢেউয়ে এক দিনে সর্বোচ্চ নতুন শনাক্ত হয়েছে আজ। গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে নতুন করে ১৭৭ জন শনাক্ত হয়েছে। একই সময়ে ৯০ বছর বয়সী করোনায় আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু ঘটল সিডনিতে। এদিকে স্থানীয় বাসিন্দাদের মধ্যে সংক্রমণ ঘটেছে ৪৬ জনের।

লকডাউনে সুনসান সিডনির ডার্লিং হারবার
ছবি: কাউসার খান

হোটেল কোয়ারেন্টিনে থাকা বিদেশফেরত ২২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। রাজ্যটিতে এখন মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ২৯১। দ্রুত বাড়তে থাকা সংক্রমণ ঠেকাতে সিডনিতে চলমান লকডাউন চার সপ্তাহ বাড়িয়ে  ২৮ আগস্ট পর্যন্ত করা হয়েছে।

সিডনিসহ নিউ সাউথ ওয়েলসে জারি করা চার সপ্তাহের লকডাউনের বিধিনিষেধে এসেছে কিছু পরিবর্তন। এর মধ্যে নিজ বাসস্থানের ১০ কিলোমিটারের মধ্যে বাজার করার জন্য যাতায়াত করা যাবে। এ ছাড়া আগামী ১৬ আগস্ট থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস নেওয়া শুরু হতে পারে। পাশাপাশি বিভিন্ন নির্মাণকাজ কিছু এলাকা ছাড়া পুনরায় চালু করা যাবে। একা বাস করে, এমন বাসিন্দাদের জন্য নতুন জরুরি সহযোগিতা এবং ব্যবসা এবং অন্যান্যদের জন্য আর্থিক সহায়তার প্রকল্পও গ্রহণ করেছে রাজ্য এবং ফেডারেল সরকার। অন্যদিকে অস্ট্রেলিয়াপ্রবাসী বাংলাদেশিরা করোনাভাইরাস থেকে নিরাপদে আছেন। এখন পর্যন্ত কোনো বাংলাদেশি আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি।