পর্তুগালে ‘প্রাণে প্রাণ মেলাল’ প্রবাসী বাঙালিরা

পর্তুগালপ্রবাসীদের আনন্দভ্রমণ
ছবি: লেখক

প্রায় দুই বছর করোনার বিধিনিষেধ থাকায় কঠোর লকডাউনের মধ্যে বিরক্তিকর সময় কাটাতে হয়েছে পর্তুগালপ্রবাসী বাংলাদেশিদের। কিন্তু সাম্প্রতিক সময়ে দেশটির সরকার লকডাউনসহ নানা বিধিনিষেধ তুলে দেওয়ার কারণে সবার মধ্যে ফিরে এসেছে প্রাণচঞ্চলতা। দীর্ঘদিন পর হলেও পর্তুগালের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ‘বাংলাদেশ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব পর্তুগাল’-এর উদ্যোগে প্রবাসের মাটিতে বিনোদন এবং বাঙালিদের এক মিলনমেলা ঘটেছে আনন্দভ্রমণ উপহার দেওয়ার মাধ্যমে।

গত ৫ আগস্ট রাজধানী লিসবন থেকে ৪০ থেকে ৫০ জন বাংলাদেশি প্রবাসীকে নিয়ে সকাল নয়টায় বাস ছুটে চলে ভিলামোড়ার উদ্দেশে। যাত্রাপথে চারদিকের প্রকৃতির অপরূপ সৌন্দর্য সবাইকে বিমোহিত করেছে। চলন্ত বাসে লিসবন শিল্পীগোষ্ঠীর সোহাইল আহমেদ ও আনোয়ার হোসাইনের মন মাতানো গানের ছন্দে হারিয়ে যায় সবাই। ৩৫০ কিলোমিটার দূরের রোদেলা আকাশের সমুদ্রসৈকত ও মেরিন ড্রাইভ মনোমুগ্ধকর করে রেখেছিল সবাইকে।

সকালে বাসে লিসবন থেকে যাত্রার সময়
ছবি: লেখক

সবার অংশগ্রহণে বনভোজনকে ঘিরে ছিল কৌতুক, কুইজ প্রতিযোগিতা, হাঁড়িভাঙাসহ নানা আয়োজন। সমুদ্রগোসল, মধ্যাহ্নভোজ এবং সংক্ষিপ্ত আলোচনা শেষে প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বর্ণাঢ্য বনভোজন শেষে বিকেলে ক্লান্ত দেহ নিয়ে বাস ছুটে চলে আসে প্রাণের শহর লিসবনের উদ্দেশে।