দূতাবাস থেকে পদ্মা সেতুর জয়যাত্রা দেখবেন আফ্রিকার প্রবাসীরা
দক্ষিণ আফ্রিকাপ্রবাসী বাংলাদেশিরা পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি দেখতে পারবেন দূতাবাসে। হাইকমিশন এ আয়োজন করেছে। ২২ জুন সন্ধ্যায় দক্ষিণ আফ্রিকা শাখা আওয়ামী লীগের এক অনলাইন সাধারণ সভায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
আজ শনিবার স্থানীয় সময় ভোর সাড়ে পাঁচটায় দলীয়ভাবে আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীসহ সাধারণ প্রবাসীরা দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ার বাংলাদেশ দূতাবাসে উপস্থিত হয়ে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি উপভোগ করবেন।
আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমানের সভাপতিত্বে অনলাইন আলোচনায় সভায় বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন ও পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানের বিষয়ে নেতা-কর্মীদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়। এ ছাড়া অনলাইন সভা থেকে সিলেটসহ দেশজুড়ে বন্যাদুর্গতদের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
অন্যদের মধ্যে অনলাইন সাধারণ সভায় উপস্থিত ছিলেন দক্ষিণ আফ্রিকা শাখা আওয়ামী লীগের উপদেষ্টা কাজী নাইমুল হক, সাধারণ সম্পাদক আবদুল আউয়াল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আবু নাসের হাজারী, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন, দপ্তর সম্পাদক সোহাগ ইব্রাহীম, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক রিয়াদ হোসেন, নর্দানকেপ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ও দক্ষিণ আফ্রিকা শাখা যুবলীগের লোকমান হোসেন, রাসেল মিজি, মোহাম্মদ হাসান, ইসমাইল মাহমুদ, ইসমাইল হোসেন, ইউনুস খান, মোহাম্মদ রফিক, জয়নাল আবেদীন, আবু আহাদসহ আরও অনেকে।