দুর্নীতি সূচকে সুইজারল্যান্ড নেমেছে সপ্তম স্থানে

সুইস আল্পসের দৃশ্য
ছবি: লেখক

পৃথিবীর অন্যান্য দেশের মতো সুইজারল্যান্ডে এখনো স্বজনপ্রীতি ব্যাপক। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল দুর্নীতি সূচকে এই স্বজনপ্রীতিই সুইজারল্যান্ডকে সপ্তম স্থানে জায়গা করে দিয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল সুইজারল্যান্ডের বিরাজমান স্বজনপ্রীতির জন্য সমালোচনা করেছে। বিভিন্ন ক্ষেত্রেই দেখা যায়, প্রভাবশালী ও উচ্চ পদস্থ কর্তাব্যক্তিরা আত্মীয় এবং বন্ধুরদের দ্বারা বিভিন্ন পদ পূরণ করতে পছন্দ করেন। এ কারণে দুর্নীতি সূচকে তৃতীয় থেকে সপ্তম স্থানে নেমে এসেছে সুইজারল্যান্ড। টিআইয়ের সুইস শাখার পক্ষ থেকে এসব কথা জানানো হয়েছে।

ফিনল্যান্ড বা নরওয়ের মতো অন্যান্য দেশ এ ক্ষেত্রে উন্নতি করেছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এ বিষয়ে সুইজারল্যান্ডকে দ্রুত উন্নতির আহ্বান জানিয়েছে।

টিআই সুইজারল্যান্ডের ব্যবস্থাপনা পরিচালক মার্টিন হিলটি বলেছেন, ‘সরকারি খাতে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার ক্ষেত্রে সুইজারল্যান্ড এখনো স্পষ্টভাবে সম্ভাব্য সেরা মূল্যবোধগুলো অনুধাবন করছে না। এটি বর্তমানে অন্য দেশগুলোকে ছাড়িয়ে যাচ্ছে।’ হিলটি স্বজনপ্রীতি প্রতিরোধ এবং স্বার্থের দ্বন্দ্ব পরিচালনার উন্নতি করার জন্য আবেদন করেছে।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল সারা বিশ্বে ‘পার্সিভড করাপশন ভালনারেবিলিটি ইনডেক্স’ পরিমাপ করে। প্রকৃত দুর্নীতি খতিয়ে দেখা হয় না। শুধু সরকারি খাতে দুর্নীতিই বিবেচনায় নেওয়া হয়, বেসরকারি খাতকে নয়। ১৮০টি দেশের মধ্যে সপ্তম স্থান পেতে সুইজারল্যান্ডের স্কোর ৮৪।