দক্ষিণ কোরিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন

দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দেশটির বাণিজ্যিক শহর বুসানে দলটির বুসান খিয়ংনাম শাখা এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করে। গত ৩ সেপ্টেম্বর রোববার বিকেলে কিমহে সিটির ওয়াইএমসি হলরুমে অনুষ্ঠিত এই সভায় কোরিয়ার বিভিন্ন প্রান্ত থেকে আগত নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।
সভায় সভাপতিত্ব করেন খিয়ংনাম শাখার ভারপ্রাপ্ত সভাপতি সালাম শেখ। প্রধান অতিথি ছিলেন দক্ষিণ কোরিয়া শাখার সভাপতি এম জামান। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ কোরিয়া শাখার সাধারণ সম্পাদক হাসিবুল কবির, সহসভাপতি কিম জাকির, সাংগঠনিক সম্পাদক ইমন রহমান, খিয়ংনাম শাখার সাধারণ সম্পাদক মাজহারুল হক, সাইফুল ইসলাম, সোহেল রানা, নাদিম সোহেল, মণির মাঝি ও সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা কে এম আসাদ।
সভা পরিচালনা করেন সোহেল চৌধুরী।
ইমন রহমান: দক্ষিণ কোরিয়াপ্রবাসী।