দক্ষিণ কোরিয়ায় বাংলা নববর্ষ উদ্‌যাপন

১৭ এপ্রিল রৌদ্রোজ্জ্বল সাপ্তাহিক ছুটির দিনে সিউলে পূজা পরিষদ, দক্ষিণ কোরিয়ার আয়োজনে বর্ণাঢ্য বর্ষবরণ অনুষ্ঠান উদ্‌যাপিত হয়। সম্প্রতি কোভিড-পরবর্তী শিথিলতায় সমাজের সর্বস্তরের মানুষকে এই আয়োজনে আমন্ত্রণ জানানো হয়।
সকালে মাঙ্গলিক অনুষ্ঠান সম্পাদনের পর বর্ষবরণের তুমুল আয়োজন শুরু হয়।

আহ্বায়ক কমিটির সদস্যদের মধ্যে সুফল দত্ত, পার্থ কুমার দে, মৃদুল সোম, চন্দ্রিকা পাল ও মিঠুন সরকার সাজসজ্জা, মঙ্গল শোভাযাত্রা ও নানা ধরনের দেশীয় খাদ্যসামগ্রীর আয়োজন করেন। আয়োজন উন্মুক্ত ছিল সর্বসাধারণের জন্য। শিশুদের জন্য ছিল উপহারসামগ্রী।

সংস্কৃতিজন আশুতোষ অধিকারীর সঞ্চালনায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান শ্রোতাদের বিমুগ্ধ করে রাখে। সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্য দেন কেশব কুমার অধিকারী। দেশীয় পোশাকে সুসজ্জিত বাংলাদেশের একটি অনুপম প্রতিবিম্ব ফুটে ওঠে অনুষ্ঠানস্থলে। আয়োজকদের আশা, ভবিষ্যতেও এর ধারাবাহিকতা বজায় রাখতে সচেষ্ট থাকবেন।
অতিথিদের সঙ্গে সাম্প্রতিক প্রবাসজীবনের বিভিন্ন প্রতিকূল পরিস্থিতি সম্পর্কে আলোচনা শেষে অতিথিদের প্রতি ধন্যবাদ জানান পরিষদের আহ্বায়ক হাসি রানী বাড়ৈ।