দক্ষিণ আফ্রিকার শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে
করোনার চতুর্থ ঢেউ থেকে বেরিয়ে এসেছে দাবি করে বেশ কিছু বিধিনিষেধ তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে দক্ষিণ আফ্রিকা। স্কুলগুলোয় বেশ কিছু বিধিনিষেধ পরিবর্তনসহ দক্ষিণ আফ্রিকায় জন্য লকডাউন লেভেল–১ ঘোষণা করেছে।
গত সোমবার সন্ধ্যায় প্রেসিডেন্ট সিরিল রামাফোসার কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, মন্ত্রিসভা সব স্কুলে পূর্ণ সময়ের শিক্ষা পুনরায় চালু করার বিষয়ে পর্যালোচনা করেছে। প্রাথমিক, মাধ্যমিক ও বিশেষ বিদ্যালয়গুলো ফেব্রুয়ারিতে সশরীরে ক্লাস চলবে। এ ছাড়া স্কুলগুলোয় শিক্ষার্থীদের জন্য এক মিটারের সামাজিক দূরত্বের নিয়ন্ত্রণ বিধানটিও তুলে নেওয়া হয়েছে। ন্যাশনাল করোনাভাইরাস কমান্ড কাউন্সিল (এনসিসিসি) এবং প্রেসিডেন্ট সমন্বয় পরিষদ (পিসিসি) করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত বৈঠক শেষে এমন সিদ্ধান্তে এসেছে।
দেশটির স্বাস্থ্য বিভাগের দৈনিক সংগৃহীত তথ্য পর্যালোচনা করে জাতীয়ভাবে চতুর্থ তরঙ্গ থেকে দক্ষিণ আফ্রিকা বেরিয়ে এসেছে বলে দাবি করা হচ্ছে। দেশে মহামারির গতিপথ এবং টিকাদানের মাত্রার ওপর ভিত্তি করে মন্ত্রিসভা তাৎক্ষণিক প্রভাবে অ্যাডজাস্টেড অ্যালার্ট লেভেল–১-এ নানা পরিবর্তন কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে। এগুলো হলো—
* যাঁদের কোনো লক্ষণ ছাড়াই করোনা পরীক্ষায় পজিটিভ, তাঁদের আলাদা করতে হবে না। আর যাঁদের লক্ষণগুলোর সঙ্গে রিপোর্ট পজিটিভ এসেছে, এমন ব্যক্তিকে ৭ থেকে ১০ দিনের বেশি আলাদা কোয়ারেন্টিন মানতে হবে না।
দক্ষিণ আফ্রিকার নাগরিকদের প্রশংসা করে সরকার বিবৃতিতে যাঁরা এখনো টিকা নেননি, তাঁদের দ্রুত টিকা নেওয়ার আহ্বান জানিয়েছে।
দেশটির স্বাস্থ্য বিভাগের হিসাবে গতকাল মঙ্গলবার এক দিনে নতুন করে ৩ হাজার ৮৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিন মৃত্যু হয়েছে ১৯৫ জনের। সব মিলিয়ে দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে ৯৫ হাজার ২৮৮ জনের এবং করোনা শনাক্ত হয়েছে ৩৬ লাখ ৮৩ হাজার ৭ জনের।