দক্ষিণ আফ্রিকায় কোভিড সংক্রমণ অস্থিতিশীল, বেড়েছে মৃত্যুর সংখ্যা

করোনাভাইরাস
ছবি: রয়টার্স

দক্ষিণ আফ্রিকায় গত সপ্তাহের থেকে চলতি সপ্তাহে করোনা সংক্রমণ অস্থিতিশীল হয়ে পড়েছে। একদিন কমছে, তো আরেক দিন বেড়ে যাচ্ছে। মৃত্যুও কয়েক গুণ বেড়েছে। দেশটিতে সাম্প্রতিক মৃত্যু ২৫ থেকে ৩৫–এর মধ্যে থাকলেও গত সোমবার এক দিনেই মারা যান ১০৫ জন। মধ্যে এক দিন কমলেও গত বুধবার এসে সেই সংখ্যা দাঁড়ায় ৯৯–এ।

দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্য বিভাগের সবশেষ তথ্য অনুযায়ী, গত বুধবার ২১ হাজার ৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ দিন মারা গেছেন ৯৯ জন। দেশটিতে সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা ৩৩ লাখ ৩১ হাজার ৬। আর মারা গেছেন ৯০ হাজার ৫৮৭ জন। করোনায় আক্রান্ত ব্যক্তিদের সুস্থ হওয়ার হার ৯১ শতাংশ।

দেশটিতে করোনার চতুর্থ ঢেউয়ে সংক্রমণ বাড়লেও অমিক্রনে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত কেউ মারা যাননি বলে জানিয়েছ দক্ষিণ আফ্রিকার মেডিকেল রিসার্চ কাউন্সিল। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা করোনায় আক্রান্ত হয়ে রাষ্ট্রীয় নিয়মিত কার্যক্রম ছেড়ে চিকিৎসকের নজরদারিতে আছেন। তাঁর বর্তমান অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে পাল্লা দিয়ে সংক্রমণ ও মৃত্যু বাড়লেও বড়দিনের উৎসব সামনে রেখে দেশটির ব্যবসায়ীরা কঠোর বিধিনিষেধ আরোপ না করার জন্য সরকারের কাছে অনুরোধ করেছিলেন। দেশটির প্রাপ্তবয়স্ক জনসংখ্যার প্রায় ৩৮ ভাগ এখন পর্যন্ত দুই ডোজ টিকা পেয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ।