থাইল্যান্ডে অমর একুশ স্মৃতি ব্যাডমিন্টন প্রতিযোগিতা
থাইল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় ও বাংলাদেশ কমিউনিটি ইন থাইল্যান্ড স্পোর্টস ক্লাবের উদ্যোগে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে অমর একুশে ব্যাডমিন্টন প্রতিযোগিতা। ১৮ ফেব্রুয়ারি সোমবার দেশটির রাজধানী ব্যাংককের সিআর কোর্টে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে থাইল্যান্ডে বাংলাদেশ কমিউনিটির তরুণ খেলোয়াড়দের সমন্বয়ে গড়া ৬টি দল অংশ নেয়।
প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব ইশতিয়াক আহমেদ। তুমুল প্রতিদ্বন্দ্বিতার পর আয়েস আজাদ ও মোহাম্মদ সবুজ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। রানারআপ হওয়ার গৌরব অর্জন করেন শরিফ হক সুমিত ও নুর হোসাইন।
২১ ফেব্রুয়ারি সন্ধ্যায় দূতাবাসে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল কাওনাইন বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
সবার সহযোগিতা অব্যাহত থাকলে ভবিষ্যতে বাংলাদেশ কমিউনিটি ইন থাইল্যান্ড স্পোর্টস ক্লাব আরও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করবে বলে আশা প্রকাশ করে। বিজ্ঞপ্তি