ত্রিপোলিতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদ্যাপন
ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সঙ্গে লিবিয়ার ত্রিপোলিতে বাংলাদেশ দূতাবাস জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদ্যাপন করেছে। দিবসটি উপলক্ষে ১৭ মার্চ দূতাবাস বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির প্রথম পর্বে ‘বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ’ শীর্ষক প্রতিপাদ্যে বাংলাদেশি ছাত্রছাত্রী ও শিশু-কিশোরদের অংশগ্রহণে চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক চিত্রাঙ্কন, মহান মুক্তিযুদ্ধ, দেশের উন্নয়ন চিত্র, ঐতিহাসিক স্থান, ঋতুভিত্তিক প্রাকৃতিক দৃশ্য, পেশাভিত্তিক দৃশ্য ও গ্রামীণ দৃশ্যের চিত্র উঠে আসে। এ পর্ব উদ্বোধন করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সেখ সেকেন্দার আলী।
অনুষ্ঠানমালার দ্বিতীয় পর্বে দিবসটির ওপর আলোচনা সভা এবং বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ পর্বে ত্রিপোলির বাংলাদেশ কমিউনিটি স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী ও ত্রিপোলিতে বসবাসরত বিভিন্ন স্তরের প্রবাসী নাগরিকেরা পরিবার-পরিজনসহ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে দিবসটি উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়।
আলোচনা সভায় প্রবাসীসহ দূতাবাসের কর্মকর্তারা বক্তব্য দেন। রাষ্ট্রদূত তাঁর বক্তব্যে বলেন, ‘আমাদের মনেপ্রাণে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত বাংলাদেশ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে। তাহলেই বঙ্গবন্ধুর অসমাপ্ত স্বপ্ন সার্থক হবে। গড়ে উঠবে সত্যিকার সোনার বাংলাদেশ।’ তিনি প্রবাসীদের জন্য দূতাবাস থেকে আরও উন্নত সেবা প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এরপর চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সব শিক্ষার্থীর মধ্যে রাষ্ট্রদূত কর্তৃক সনদ বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।