তোমার ভারী নিশ্বাস

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

আকাশের উজ্জ্বল তারার মতো আমি কি নৈপুণ্যে তুমি?

গৌরবময় কৃষ্ণপক্ষ রাতে নয়,
এবং শাশ্বত পল্লবেও নয়, নয় পৃথক কয়েকটি পর্যবেক্ষণ,
প্রকৃতির নিতম্বে নির্জন স্থানবাসীর মতো,
স্রোতবাহী জলের পুরোহিত আকৃতিতে
পৃথিবীর মনুষ্য শৃঙ্খলে নিখুঁত বিলুপ্তি তোমার
আবার ফিরে আসবে, কোনো কোমল দেহে;
অথবা নতুন নরম মুখোশ পরে
পর্বতমালার ওপরে সাদা তুষারের ওপরে; যদি দেখতাম তুমি দাঁড়িয়ে।
এখনো এখনো দৃঢ়, এখনো পরিবর্তনযোগ্য,
আমার উষ্ণ প্রেমে পরিণত বালিশ-স্তন কত আশ্চর্য নিবিড়
কখনো কখনো তোমার কোমল ফুলের জন্য
একটি মিষ্টি অস্থিরতার জন্য সর্বদা সচেতন,
এখনো, এখনো তোমার কোমল-নিশ্বাস
গলার নিচে সরু সরু ভাঁজ, ত্বক, উষ্ণতা, তাপ, ভারী অনেক।
তাই আমৃত্যু বেঁচে থাকা, আর আমার ভেতরে তোমার ভারী নিশ্বাস।

শহীদ শতাব্দী: লন্ডন, যুক্তরাজ্য।