তুমি যদি হারিয়ে যেতে চাও আমার হৃদয়ে
তুমি যদি হারিয়ে যেতে চাও আমার হৃদয়ে,
 পাহাড় পেরিয়ে মেঘের খেলাঘরে,
 যেখানে অরণ্যের সবুজের পারে
 ভেজা বৃষ্টি বসে আছে
 অধৈর্যের কাঁঠালিচাঁপা হাতে নিয়ে
 অপেক্ষায় তোমার।
যদি পূর্ণিমা না থাকে আমার হৃদয়ে,
 আর দিঘির কালো তলে
 লুকিয়ে থাকে তোমার আমার
 দেওয়া–নেওয়ার অজানা কাহিনি,
 ঝোপবেড়া পার হয়ে চেয়ে নিয়ো
 সূর্য–কুসুম আবেগের অবদান।
আমি জেগে আছি কুহেলিকার পাশেই,
চাঁদ দেখার স্বপ্ন নিয়ে,
যদি উদাসী মনে খোঁজ তুমি বিকেলের
একমুঠো সোনারোদ ভালোবাসা।
 অথবা যদি ফিরে পেতে চাও
 স্মৃতির কাঁধে হাত রাখা
 শাড়ির আঁচলে ঢাকা,
 নীলগিরি মনে প্রণয়ের
 পুলকিত আনন্দ–আমোদ।
যদি আরও চাও মগ্ন মনে
 সোহাগি পরিতুষ্টির বিলাসিতা,
 মৃদুমন্দে নিতে চাও আদর–অনুরাগ
 আর আদৃত ভালোবাসা,
 প্রাণ খুলে মন ভরে দেব আমি
 হৃৎপদ্ম উষার আহ্লাদ।