ডেনমার্কে বঙ্গবন্ধুর জন্মদিন

ডেনমার্কের বাংলাদেশ দূতাবাসে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশুদিবসে সমবেত শিশু-কিশোরদের একাংশ
ডেনমার্কের বাংলাদেশ দূতাবাসে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশুদিবসে সমবেত শিশু-কিশোরদের একাংশ

ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে উৎসাহ উদ্দীপনা ও বর্ণিল সাজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশুদিবস পালিত হয়েছে। বাংলাদেশ দূতাবাস ও আওয়ামী লীগের ডেনমার্ক শাখা আলাদা কর্মসূচির মাধ্যমে দিবসটি উদ্‌যাপন করে।

বাংলাদেশ দূতাবাসে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটার দৃশ্য
বাংলাদেশ দূতাবাসে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটার দৃশ্য

বাংলাদেশ দূতাবাস

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশুদিবস উপলক্ষে গতকাল শনিবার (১৭ মার্চ) কোপেনহেগেনের বাংলাদেশ দূতাবাস শিশু-কিশোরদের জন্য এক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে। ডেনমার্কে বেড়ে ওঠা বাংলাদেশের নতুন প্রজন্মের শিশু-কিশোররা সকালে দূতাবাস মিলনায়তনে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নিতে ভিড় জমায়। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে ডেনমার্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ও প্রবাসী বাংলাদেশিদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে রাষ্ট্রদূত দূতাবাস পরিবারের সদস্য ও অনুষ্ঠানে আসা শিশু-কিশোরদের নিয়ে জন্মদিনের কেক কাটেন। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ বাণী পাঠ করা হয়। শেষে বঙ্গবন্ধুসহ বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ ও বিভিন্ন স্বাধিকার আন্দোলনে আত্মত্যাগকারী শহীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত প্রদর্শিত প্রামাণ্যচিত্র ‘আমাদের বঙ্গবন্ধু’ শিশুদের মুগ্ধ করে।

বাংলাদেশ দূতাবাসে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন মোহাম্মদ আব্দুল মুহিত
বাংলাদেশ দূতাবাসে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন মোহাম্মদ আব্দুল মুহিত

রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত তাঁর বক্তব্যে বাঙালির জাতীয়তাবোধের চূড়ান্ত স্বপ্নপূরণে বঙ্গবন্ধুর অসীম আত্মত্যাগের কথা সবাইকে স্মরণ করিয়ে দেন। একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে বঙ্গবন্ধুর আদর্শ থেকে শিক্ষা নিতে নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত থেকে একে আলোকিত করার জন্য তিনি কোমলমতি শিশু-কিশোরদের আন্তরিক শুভেচ্ছা জানান এবং একইসঙ্গে আশা প্রকাশ করেন যে এদের হাত ধরেই জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ার পথে বাংলাদেশ এগিয়ে যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের স্বল্পোন্নত দেশের কাতার থেকে উন্নয়নশীল দেশের তালিকায় উন্নীত হওয়ার মাহেন্দ্রক্ষণ আর বঙ্গবন্ধুর জন্মদিন-এর যুগপৎ সম্মিলন দেশ ও দেশের মানুষের আনন্দকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। দূতাবাসে তৈরি করা শিশুদের পছন্দের বিভিন্ন রকমের বাংলাদেশি খাবারের পরিবেশনায় মধ্যাহ্নভোজের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

আওয়ামী লীগের ডেনমার্ক শাখার সভায় আলোচকেরা
আওয়ামী লীগের ডেনমার্ক শাখার সভায় আলোচকেরা

আওয়ামী লীগ ডেনমার্ক শাখার সভা

বঙ্গবন্ধুর ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের ডেনমার্ক শাখা রাজধানী কোপেনহেগেনর এক হলে গত শুক্রবার (১৬ মার্চ) এক আলোচনা সভার আয়োজন করে। সংগঠনের সভাপতি ইকবাল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ছিলেন সাধারণ সম্পাদক ও ইউরোপিয়ান শাখার সাংগঠনিক সম্পাদক ড. বিদ্যুৎ বড়ুয়া।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতির জনকের আত্মজীবনীই বর্তমান শিশু কিশোরদের আদর্শ হওয়া উচিত। সাধারণ ঘরে জন্ম নিয়ে ঐকান্তিক প্রচেষ্টা, সততা ও সাহসিকতার সঙ্গে বঙ্গবন্ধু কীভাবে ধীরে ধীরে বাঙালি জাতির ত্রাণকর্তা হয়ে উঠেছিলেন, সেই সব শিক্ষণীয় বিষয় আমাদের বর্তমান প্রজন্মকে জানাতে হবে। বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল ইতিহাস সৃষ্টির জন্য। বাংলাদেশ নামক ভূখণ্ডের নাম পৃথিবীর মানচিত্রে অঙ্কনের মূল নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিব। ভবিষ্যতে একটি নিরাপদ বাংলাদেশ গঠন করতে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমাদের সৎ ও নির্ভীক হয়ে কাজ করতে হবে।
বক্তব্য দেন জাহাঙ্গীর আলম, মোতালেব হোসেন, হিল্লোল বড়ুয়া, মোহাম্মদ ইউসুফ, আহসান উজ্জামান, ফাহমিদ আল মাহিদ, আবদুল আল জাহিদ, আমির জীবন, ইফতেখার সম্রাট, রেজাউল করিম, অলি হোসেন ও সায়মন উজ্জামান। বিজ্ঞপ্তি