টরন্টোয় নরসিংদীবাসীর বনভোজন

আড্ডা, স্মৃতিকে খুঁজে ফেরা আর নানা রকম খেলাধুলা ও আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে কানাডার টরন্টোয় বসবাসরত নরসিংদীবাসীদের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (৩১ আগস্ট) পোর্ট ইউনিয়নের অ্যাডাম পার্কের মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে আয়োজন করা হয় এই বনভোজন।
সারা দিনব্যাপী এই আয়োজনে নারী-পুরুষ ও ছেলেমেয়েদের জন্য নানা ভাগে নানা ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। মূলত বাংলাদেশের বহুল প্রচলিত খেলাগুলোর মাধ্যমে নরসিংদীবাসী যেন প্রবাসে বাংলাদেশকে খুঁজে ফেরে।

একদিকে চলে নানা রকমের ক্রীড়া প্রতিযোগিতা। অন্যদিকে মনোরম প্রাকৃতিক পরিবেশে জটলা পাকিয়ে আড্ডায় মেতে ওঠেন অনেকেই।
সুস্বাদু মধ্যাহ্নভোজ ছাড়াও সারা দিনের জন্যই নানা রকমের খাবারের ব্যবস্থা ছিল বনভোজনস্থলে।
বিকেলে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে দুই শিশুর নৃত্য সবাইকে মুগ্ধ করে।

বনভোজনের অন্যতম আকর্ষণ ছিল র্যাফল ড্র। র্যাফল ড্রয়ে প্রথম পুরস্কার ছিল রিয়েলটর শেখ হাসিব হোসাইনের সৌজন্যে স্মার্ট টেলিভিশন।
বনভোজনের অন্যতম সংগঠক মর্টগেজ ব্যবসায়ী আসহাব খান বনভোজন সফল করে তোলায় নরসিংদীবাসীকে ধন্যবাদ জানান। তিনি বলেন, আগামী বছর বনভোজনে আরও বৈচিত্র্য আনা হবে।
অপর সংগঠক টরন্টোর বাংলা পত্রিকা প্রবাসী কণ্ঠ–এর সম্পাদক খুরশিদ আলম সুষ্ঠুভাবে বনভোজন সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।

সামগ্রিক আয়োজন ও ব্যবস্থাপনায় বনভোজনে অংশগ্রহণকারীরাও ছিলেন তৃপ্ত ও সন্তুষ্ট। বিজ্ঞপ্তি।