জ্বলে উর্বশী বন!

ফাইল ছবি

উর্বশী বন অবগুণ্ঠিত সবুজ শাড়িতে।
বাসা বেঁধে পেলব আঁচলে,  
কত পাখিরা ভালোবাসার আস্তানায়—
নির্বিঘ্ন এক জীবন রচে।
খোলা আকাশের নিচে সকালবেলায়,
মৃদুলা বাতাস দিত গানে গানে ভরে।
সবুজ বন সুরে সুরে হতো মাতোয়ারা!
যেন নতুন আশার বেলোয়ারি!
প্রতিদিন সেখানে বসত,
গানের আসর সন্ধ্যাবেলায়।
সব শান্ত! ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন মাঝে,
নুয়ে যেত যেন চারদিক
নীরব স্নেহের আলিঙ্গনে।  
দূরের তারা শোনাত গল্প কত,
রাতের কাল চাদর জড়িয়ে।  
আজ সেথা আগুন আর আগুন দাউ দাউ জ্বলে!  
উত্তাপের লেলিহান স্রোতের আগ্রাসনে,
বাতাসে নেই সুর! শুধু হাহাকার আর বিলাপ!
ভস্ম শ্যামলী বন, আজ সংগীতবিহীন কৃষ্ণ অলাত।

*লেখক: জাকিয়া রহমান, অধ্যাপক, লিমেরিক বিশ্ববিদ্যালয়, লিমেরিক, আয়ারল্যান্ড।