জেলহত্যা দিবসে ভিয়েনায় শোক সমাবেশ

শোক সমাবেশে আলোচকেরা
শোক সমাবেশে আলোচকেরা

জেলহত্যা দিবস স্মরণে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার প্যানএশিয়া হোটেলে ৩ নভেম্বর বিকেল পাঁচটায় প্রবাসী বাঙালিদের উদ্যোগে এক শোক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন অস্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম।
সমাবেশে বক্তব্য দেন আকতার হোসেন, সাইফুল ইসলাম জসিম, সামছুল ইসলাম, এ কে এম সওকত আলী, শাহ কামাল, এমরান হোসেন, রুহি দাস সাহা, বাংলাদেশ-অস্ট্রিয়া সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ও অস্ট্রিয়াপ্রবাসী মানবাধিকার কর্মী, লেখক-সাংবাদিক এম নজরুল ইসলাম প্রমুখ।
এম নজরুল ইসলাম বলেন, কারাগারে অন্তরীণ থাকা অবস্থায় মহান মুক্তিযুদ্ধের চার কান্ডারির হত্যাকাণ্ড বিশ্বমানবতা ও গণতন্ত্রের ইতিহাসে জঘন্যতম কলঙ্কময় ঘটনা। বাংলাদেশের স্বাধীনতাকে নস্যাৎ করার জন্য বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।
উল্লেখ্য, বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশির উপস্থিতিতে সমাবেশে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতাসহ পঁচাত্তরের ১৫ আগস্টে নিহত সবার রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।
সভা পরিচালনা করেন সাইফুল ইসলাম কবির।
এম নজরুল ইসলাম
ভিয়েনা, অস্ট্রিয়া