জেনেভায় বঙ্গবন্ধুর ১০২তম জন্মবার্ষিকী উদ্যাপিত
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশপ্রেম ও আদর্শের ভিত্তিতে শিশুদের জীবন গড়ে তোলার জন্য প্রবাসী অভিভাবকদের প্রতি আহ্বান জানান শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে শিশুদের সঠিক ইতিহাস শিক্ষার প্রতিও তিনি বিশেষ জোর দেন। বঙ্গবন্ধুর ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২২ উদ্যাপন উপলক্ষে গত বৃহস্পতিবার জেনেভায় বাংলাদেশ স্থায়ী মিশন আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, জাতির জনকের নেতৃত্বে সব বাধাবিপত্তি ও ষড়যন্ত্রকে অতিক্রম করে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। বঙ্গবন্ধুর দেখানো পথ ধরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল।
আলোচনা সভার বিশেষ অতিথির বক্তব্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. এহসান-ই-এলাহী বঙ্গবন্ধুর রাজনৈতিক দূরদর্শিতা ও মানবিক গুণাবলির ওপর আলোকপাত করেন। অনুষ্ঠানের সভাপতি হিসেবে স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মো. মোস্তাফিজুর রহমান বলেন, জাতির জনকের আজীবন সংগ্রামের ফল হিসেবেই আজকের বাংলাদেশের শিশুরা একটি সুন্দর ও সমৃদ্ধ ভবিষ্যৎ লাভ করেছে। আলোচনা সভায় প্রবাসী বাংলাদেশিরাও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।
স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মো. মোস্তাফিজুর রহমানের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয়। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণীও পাঠ করা হয়। এ ছাড়া স্থায়ী মিশন প্রবাসী শিশুদের অংশগ্রহণে একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের আয়োজন করে। অনুষ্ঠানে আরও ছিল জুরিখ বাংলা স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে পূর্বে ধারণকৃত একটি সংক্ষিপ্ত সাংস্কৃতিক পরিবেশনা। বিজ্ঞপ্তি