জার্মানিতে বিনম্র শ্রদ্ধায় অমর একুশ পালন

জার্মানির রাজধানী বার্লিনে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে বিনম্র শ্রদ্ধায় পালিত হয়েছে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। গত বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) সকালে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিত রাখার মাধ্যমে অমর একুশের কর্মসূচির সূচনা হয়। এরপর দূতাবাসে অস্থায়ী শহীদ মিনারের বেদিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ ও প্রবাসীরা। পরে আয়োজন করা হয় এক আলোচনা সভা।
দিবসের তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনায় আওয়ামী লীগের জার্মান শাখার সহসভাপতি সাইফুল ইসলাম ও মিজানুল হক খান, সাধারণ সম্পাদক শেখ বাদল আহমেদ এবং জার্মানি সফররত বারাকা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গোলাম রাব্বানী চৌধুরী প্রমুখ অংশ নেন।

বক্তারা জার্মানিতে একটি স্থায়ী শহীদ মিনার নির্মাণ এবং শহীদদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া মায়ের ভাষার মান রক্ষার কথা বলেন। তাঁরা দল-মত ভুলে দেশের স্বার্থে সবাইকে একযোগে কাজ করারও আহ্বান জানান।
সভায় চকবাজারের ভয়াবহ অগ্নিদুর্ঘটনায় নিহত ব্যক্তিদের জন্য দোয়া ও শান্তি কামনা করা হয়। এ ছাড়া দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রদত্ত বাণী পাঠ করে শোনানো হয়। বাণী পাঠ করেন রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ ও অন্য কর্মকর্তারা।
