জার্মানি আওয়ামী লীগ ভার্চ্যুয়াল মিটিংয়ের মাধ্যমে বিশ্বের ৫০টি দেশের প্রতিনিধিদের নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উদযাপন করেছে। অনুষ্ঠানে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও আলোচনা সভা করা হয়। ২৮ সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাত ১২টা ১ মিনিটে শেখ হাসিনার জন্মদিনের বিশেষ অনুষ্ঠান শুরু হয়।
জার্মানি আওয়ামী লীগের আয়োজনে জন্মদিনের আলোচনা সভায় যোগদান করেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক কামাল আবদুল নাসের চৌধুরী, জার্মানিতে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়া, সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্বে করেন সংগঠনের সভাপতি বসিরুল আলম চৌধুরী।
প্রকৌশলী হাবিবুর রহমানের পরিচালনায় আলোচনায় আরও বক্তব্য দেন সাধারণ সম্পাদক আব্বাস আলী চৌধুরী, সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মজিবর রহমান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান, সাবেক সাংসদ নুরজাহান বেগম।
প্রবাসের সব নেতা-কর্মী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে উন্নত ও সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশের রূপকার এবং বাঙালি ও প্রবাসীদের আশা-আকাঙ্ক্ষার একান্ত বিশ্বস্ত ঠিকানা বলে আখ্যায়িত করেন। একজন সফল রাষ্ট্রনায়ক হিসেবে তাঁর অবদান আজ আন্তর্জাতিকভাবে স্বীকৃত। নিখাদ দেশপ্রেম, দূরদর্শিতা, দৃঢ় মানসিকতা ও মানবিক গুণাবলি তাঁকে আসীন করেছে বিশ্বনেতৃত্বের আসনে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য বর্তমানে প্রবাসীরা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি সম্মানের সঙ্গে বসবাস করছেন। আলোচকেরা তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন।
জার্মানি আওয়ামী লীগের ভার্চ্যুয়াল মিটিং আয়োজনে অংশগ্রহণ করেন জার্মানি, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইতালি, ফ্রান্স, স্পেন, পর্তুগাল, বেলজিয়াম, নেদারল্যান্ডস, অস্ট্রিয়া, ডেনমার্ক, ফিনল্যান্ড, সুইজারল্যান্ড, গ্রিস, সুইডেন, আয়ারল্যান্ড, মাল্টা, নরওয়ে, রাশিয়া, চেক রিপাবলিক, ইউক্রেন, সৌদি আরব, সিঙ্গাপুর, জাপান , মালয়েশিয়া , কুয়েত, আরব আমিরাত, কাতার, জর্ডান, বাহরাইন, দক্ষিণ কোরিয়া, হংকং, চীন, দক্ষিণ আফ্রিকা, জাম্বিয়া, সোয়াজিল্যান্ড ও বাংলাদেশের বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের কর্মকর্তারা।
সংবাদ প্রেরক: সরাফ আহমেদ, জার্মানি থেকে