জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে নাগরিক সংবর্ধনা
জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়া ও দূতাবাসের একটি দল জার্মানির ফ্রাঙ্কফুর্টে রাষ্ট্রীয় সফর করেন। তারা জার্মান সময় গত রোববার সন্ধ্যা ৬টায় ফ্রাঙ্কফুর্ট বাংলাদেশি কমিনিউটির একটি নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান ও নৈশভোজে যোগ দেন। পরে ফ্রাঙ্কফুর্টের একটি হোটেলে জার্মান-বাংলা প্রেসক্লাবের একটি মিট দ্য প্রেস কনফারেন্সে সাংবাদিকদের সঙ্গে মিলিত হন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
রাষ্ট্রদূত মোশাররফ হোসেন জার্মানির সঙ্গে বাংলাদেশের বিভিন্ন ব্যবসা–বাণিজ্যের নানান দিক ও সম্ভাবনা এবং দূতাবাসের বিভিন্ন সেবা নিয়ে আলাপ করেন। তিনি জানান, জার্মানিতে প্রচুর নার্স ও টেকনিশিয়ান প্রয়োজন। তিনি বাংলাদেশ থেকে চাকরি ভিসায় দক্ষ কর্মীদের ভিসা চালুর জন্য কাজ করে যাচ্ছেন বলে জানান।
খালেদ ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ড. আমানুল্লাহ, জার্মান–বাংলা প্রেস ক্লাবের সভাপতি খান লিটন, কাউন্সিলর সাইফুল ইসলাম ও অনারারি কাউন্সিলর হাসনাত মিয়া, হাফিজুর রহমান আলম, জয়নাল হক, কাজি আবদুল মতিন, মায়েদুল ইসলাম তালুকদার, জাবোল শিকদার, এম এ কাদির, নোমান হামীদ, সাইফ রিচার্ড, তারেক আহমেদ, রিপন মিয়া, সেলিম আলী, সামিউল রিহাদ, শাহীন আহমেদ, এম এম রাসেল, খান সাহেব, সিনটু ইসলাম, রাশেদ ভূঁইয়া, আবু তাহের, এ ডি আদনান, সানাউল্লাহ আহমেদ, শফিকুর রহমানসহ আরও অনেকে।