জার্মানিতে ঈদুল আজহা উদ্‌যাপন

বিশ্ব মুসলিম উম্মাহর সঙ্গে জার্মানিতে বসবাসরত প্রবাসী মুসলমানরা ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপন করেছে গতকাল শনিবার (৯ জুলাই)। ফ্রাঙ্কফুর্ট, বার্লিন, বন, কোলন , অপেনবাগ, মিউনিখ, হামবুর্গ, মানবাইমসহ বড় বড় শহরে বাংলাদেশিদের দ্বারা পরিচালিত মসজিদগুলোয় ঈদের জামাত হয়। ফ্রাঙ্কফুর্টের সেভেন ডেস পার্ক ময়দানে সর্ববৃহৎ জামাত অনুষ্ঠিত হয়।

পুরোনো বাণিজ ও মাবিন মসজিদেও ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। বার্লিনে রাষ্ট্রদূত মো. মোশারেফ হোসেন ভূঁইয়া প্রবাসীদের সঙ্গে নামাজ আদায় করেন। ফ্রাঙ্কফুর্টের বৃহৎ জামাতের ইমাম খোলা মাঠে জামাত আদায়ের সুযোগ দেওয়ার জন্য জার্মান সরকার ও জনগণকে ধন্যবাদ জানান।

ঈদের জামাতে সবাই বাহারি রঙের পাঞ্জাবি পরে জামাতে আসেন। নামাজের শেষে চিরাচরিত কোলাকুলি আর শুভেচ্ছা বিনিময় করেন। নামাজ শেষে অনেককে কাজে ছুটতে হয়েছে। কেউ কেউ শহরের বাইরে নির্দিষ্ট স্থানে পশু কোরবানি দিয়েছেন।

রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়া বাঙালি মসজিদ বায়তুল মোকাররমে ঈদের জামাত আদায় করেন। সমবেত মুসল্লিদের উদ্দেশে বক্তব্যে রাষ্ট্রদূত বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য সব বাংলাদেশিকে সততা ও ভদ্রতা বজায় রেখে কাজ করার আহ্বান জানান। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ দেশের জনগণ ও দেশের অব্যাহত অগ্রগতির জন্য রাষ্ট্রদূত সবার দোয়া কামনা করেন।