জার্মানিতে ঈদুল আজহা উদযাপিত

কোলনের ব্রাউনফেল্ড বাগান চত্বরে ঈদ উৎসবে প্রবাসী বাংলাদেশিরা
কোলনের ব্রাউনফেল্ড বাগান চত্বরে ঈদ উৎসবে প্রবাসী বাংলাদেশিরা

জার্মানিতে ১১ আগস্ট উদযাপিত হয়েছে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা।

স্বদেশে ঈদ মানে আপনজনদের সঙ্গে সাক্ষাৎ, বন্ধু-বান্ধবের সঙ্গে আড্ডা আর টানা উদযাপন। প্রবাসে কি সেই সুযোগ মেলে! তারপরও প্রবাসীরা চেষ্টা করেন উৎসবের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার।
ঈদ উৎসবকে মনোগ্রাহী আর আনন্দময় করতে জার্মানপ্রবাসী বাঙালিরা ১১ আগস্ট ঈদুল আজহা উদযাপন করেছে। ফ্রাঙ্কফুর্ট, অফেনবাগ, বার্লিন, হামবুর্গ, মিউনিখ, কলোন, হ্যানোভার, ড্রেসডেন, কেমনিজ শহর ছাড়াও বিভিন্ন শহরে ঈদুল আজহা পালনের জন্য প্রবাসী বাঙালির সম্মিলন ঘটেছিল।

বার্লিনে বাংলাদেশিদের বায়তুল মোকাররম মসজিদে ঈদুল আজহার নামাজ আদায় করেন জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ
বার্লিনে বাংলাদেশিদের বায়তুল মোকাররম মসজিদে ঈদুল আজহার নামাজ আদায় করেন জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ
হ্যানোভার শহরে প্রবাসী বাঙালিদের ঈদ আয়োজন
হ্যানোভার শহরে প্রবাসী বাঙালিদের ঈদ আয়োজন
ফ্রাঙ্কফুর্ট শহরে আওয়ামী লীগ জার্মানি শাখার নেতা-কর্মীদের ঈদ সমাবেশ
ফ্রাঙ্কফুর্ট শহরে আওয়ামী লীগ জার্মানি শাখার নেতা-কর্মীদের ঈদ সমাবেশ