জাতীয় শোক দিবস উপলক্ষে জেনেভায় রক্তদান

রক্তদান কর্মসূচির দৃশ্য
রক্তদান কর্মসূচির দৃশ্য

সুইজারল্যান্ডের জেনেভায় বাংলাদেশের স্থায়ী মিশনের উদ্যোগে জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদতবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত ১৯ আগস্ট শনিবার এই কর্মসূচির আয়োজন করা হয়। জেনেভার ইউনিভার্সিটি হাসপাতালের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে মিশনের কর্মকর্তা, কর্মচারী ও প্রবাসী উল্লেখযোগ্যসংখ্যক বাংলাদেশি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

জেনেভায় জাতিসংঘ কার্যালয় ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং সুইজারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শামীম আহসান এই কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় মো. শামীম আহসান বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানবতার মুক্তি ও কল্যাণ এবং বিশ্বশান্তি প্রতিষ্ঠায় তাঁর জীবন উৎসর্গ করে গেছেন।
বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকীতে বাংলাদেশ স্থায়ী মিশন কর্তৃক প্রথমবারের মতো আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণকারী প্রবাসী বাংলাদেশিদের আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জ্ঞাপন করে তিনি বলেন, বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যকার চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কের প্রেক্ষাপটে, দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান সেতুবন্ধনকে দৃঢ়তর করাই এই মহতী আয়োজনের মূল লক্ষ্য।
তিনি ভবিষ্যতে এ ধরনের অর্থবহ ও জনকল্যাণমূলক উদ্যোগে সম্পৃক্ত থেকে বঙ্গবন্ধুর আদর্শকে বিশ্বের দরবারে সমুজ্জ্বল করার আহ্বান জানান। তিনি ইউনিভার্সিটি হাসপাতালের ব্লাড ট্রান্সফিউশন বিভাগের ভারপ্রাপ্ত প্রধান ড. ইয়ানা রচোসোভা সময়োপযোগী এই উদ্যোগের জন্য বাংলাদেশ স্থায়ী মিশন ও রক্তদানকারী স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জানান এবং এই কর্মসূচি বাংলাদেশি-সুইস কমিউনিটি কর্তৃক মানবসেবার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মন্তব্য করেন।
উল্লেখ্য, এর আগে গত ১৫ আগস্ট জেনেভার বাংলাদেশ স্থায়ী মিশন জাতীয় শোক দিবস উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করে। সকালে জাতীয় পতাকা অর্ধনমিতকরণের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। বিকেলে বাংলাদেশ স্থায়ী মিশনের কর্মকর্তা-কর্মচারী এবং প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে অনুষ্ঠানের মূল পর্বে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নীরবতা পালন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ, আলোচনা অনুষ্ঠান এবং বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর নির্মিত তথ্যচিত্র প্রদর্শন করা হয়। পরিশেষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। বিজ্ঞপ্তি