জলবায়ুর ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশের ভূমিকার প্রশংসা

মার্ক রুটের সঙ্গে সুরাইয়া বেগম
মার্ক রুটের সঙ্গে সুরাইয়া বেগম

বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বিশেষ করে জাতিসংঘের পানিবিষয়ক উচ্চপর্যায়ের প্যানেলের সদস্য দেশ ও ডেলটা কোয়ালিশনের সদস্য দেশগুলোর কাছে পানি ও ডেলটা ব্যবস্থাপনায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছে। নেদারল্যান্ডসের আমস্টারডামে গত ৩০ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত আন্তর্জাতিক পানি সপ্তাহে বাংলাদেশ প্রতিনিধিদল এই আহ্বান জানায়।

বক্তব্য দিচ্ছেন সুরাইয়া বেগম
বক্তব্য দিচ্ছেন সুরাইয়া বেগম

পানি সপ্তাহে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব সুরাইয়া বেগম। তিনি জাতিসংঘের পানিবিষয়ক উচ্চপর্যায়ের প্যানেলের শেরপা বৈঠকে পানি ও স্যানিটেশন বিষয়ে বাংলাদেশের অগ্রগতি তুলে ধরেন। সুরাইয়া বেগম বাংলাদেশের ‘শেরপা’ হিসেবে কৌশলগত এই বৈঠকে যোগদান করেন। বৈঠকে সুপেয় পানি নিশ্চিতকরণে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির ওপর আলোকপাত করে তিনি সকলের জন্য উন্নত স্যানিটেশন ব্যবস্থার ওপর গুরুত্ব আরোপ করেন।

প্রেজেন্টেশন দিচ্ছেন শেখ মুহম্মদ বেলাল
প্রেজেন্টেশন দিচ্ছেন শেখ মুহম্মদ বেলাল

শেরপা বৈঠকে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটেও উপস্থিত ছিলেন। সুরাইয়া বেগম তাঁর সঙ্গে জাতিসংঘের পানিবিষয়ক উচ্চপর্যায়ের প্যানেলে নেদারল্যান্ডসের বিভিন্নভাবে সম্পৃক্ততার বিষয়ে, বিশেষ করে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার সহযোগিতায় পানি মূল্যায়ন উদ্যোগের বিষয়ে মতবিনিময় করেন। তিনি পানি মূল্যায়ন উদ্যোগ পরীক্ষা, উন্নয়ন ও বাস্তবায়নে নেদারল্যান্ডসের সম্পৃক্ততার প্রস্তাব করেন। মার্ক রুটে বাংলাদেশ প্রতিনিধিদলের কাছে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশকে চ্যাম্পিয়ন হিসেবে অভিহিত করেন। পাশাপাশি তিনি শেখ হাসিনার আন্তরিকতা, প্রতিশ্রুতি ও সামাজিক উন্নয়নে গৃহীত নানাবিধ ব্যবস্থার বিষয়ে তাঁর নিবিড় আগ্রহের কথা ব্যক্ত করে বাংলাদেশের উন্নয়নে নেদারল্যান্ডস সরকারের সহযোগিতার আশ্বাস পুনর্ব্যক্ত করেন।

নৈশভোজে অংশগ্রহণকারী দেশের প্রতিনিধি ও রাষ্ট্রদূতেরা
নৈশভোজে অংশগ্রহণকারী দেশের প্রতিনিধি ও রাষ্ট্রদূতেরা

আন্তর্জাতিক পানি সপ্তাহ চলাকালে নেদারল্যান্ডসের অবকাঠামোগত ও পানি ব্যবস্থাপনা বিষয়ক মন্ত্রণালয় অংশগ্রহণকারী প্রতিনিধিদলের সম্মানে নৈশভোজের আয়োজন করে। পানি সপ্তাহে অংশগ্রহণকারী দেশের প্রতিনিধিদলের সদস্যরা ছাড়াও নেদারল্যান্ডসে নিযুক্ত ডেলটা কোয়ালিশনের সদস্য দেশগুলোর রাষ্ট্রদূতেরা এই নৈশভোজে যোগ দেন। নৈশভোজে টেকসই ডেলটা ব্যবস্থাপনার ওপর ডেলটা কোয়ালিশনের পূর্বতন চেয়ার হিসেবে বাংলাদেশ, বর্তমান চেয়ার হিসেবে মিসর, পরবর্তী চেয়ার হিসেবে জাপান ও স্বাগতিক দেশ হিসেবে নেদারল্যান্ডস প্রেজেন্টেশন করে। বাংলাদেশের পক্ষে নেদারল্যান্ডসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ মুহম্মদ বেলাল এ বছর (২৮-৩০ জুলাই) ঢাকায় অনুষ্ঠিত ডেলটা কোয়ালিশনের মন্ত্রী পর্যায়ের সম্মেলন ও পানি সম্মেলনের ফলাফল তুলে ধরেন। ডেলটা কোয়ালিশনের মন্ত্রী পর্যায়ের সম্মেলনের ঢাকা ঘোষণা ও ডেলটা কোয়ালিশন অ্যাকশন প্ল্যান ২০১৭-২০২২ এর ওপর আলোকপাত করে তিনি টেকসই ডেলটা ব্যবস্থাপনায় বৈশ্বিক সহযোগিতার ওপর জোর দেন।
উল্লেখ্য, নেদারল্যান্ডস দুই বছর পর পর আমস্টারডামে আন্তর্জাতিক পানি সপ্তাহ আয়োজন করে থাকে। আন্তর্জাতিক পানি সপ্তাহ বৈশ্বিক, আঞ্চলিক ও স্থানীয় পর্যায়ে টেকসই পানি ব্যবস্থাপনার লক্ষ্যে সহযোগিতামূলক সম্পর্কের মাধ্যমে সমাধান চিহ্নিত করণে কাজ করে যাচ্ছে। বিজ্ঞপ্তি