জলকাব্য
এক.
চোখের কোণে জল
করে টলমল
কেমন করে আসে
এত নোনাজল?
দুই.
বৃষ্টির জলে ভাসে
সফেদ ফেনা
কার কথা মনে পড়ে
নাম অজানা।
তিন.
জলের তৃষ্ণা কি মেটে
সমুদ্রের নোনাজলে?
কেমন করে ভুলি তারে
বোতলের রঙিন জলে।
চার.
বৃষ্টি হয়ে নেমে এসো
দূরে থাকা যায় না
এসো তবে ধরো হাত
নোনাজলের বায়না।
*লেখক: সৈয়দ আসাদুজ্জামান সুহান, কবি, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র