জয় করতে চাই বিটা-থ্যালাসেমিয়া
জন্ম মাত্র ছিল স্পন্দিত শক্তি,
দীপ্ত, উদ্বেলিত, দ্বিধাহীন!
ধীরে ধীরে আজ নিঃশেষিত
শোধাতে আপন রক্তের ঋণ।
লোহিত কণিকা নিষ্ক্রিয় জেনেটিক মিউটেশনে,
নিদারুণ সত্য স্থির আমার অস্থি-মজ্জাতে।
বিটা-থ্যালাসেমিয়াপ্রাপ্ত তাই উত্তরাধিকারসূত্রে,
সবার মতো করে বাঁচার পথ রুদ্ধ চিরতরে।
আলো-আঁধারের সন্ধিক্ষণে
অতিক্রম করে যাই দুর্গম দার,
প্রতিদিনের কাব্য আমার
রক্ত আর প্রতীক্ষার প্রণীত কারাগার।
শুনেছি এসেছে ‘ক্রিসপার’! নবীন এক আবিষ্কার!
আশার বাণী এই প্রজন্মে—
লোহিত কণিকার ত্রুটি শোধরাবে
জেনেটিক কাঁচি দিয়ে।
‘ক্রিসপার-ক্যাস নাইন (CRISPR-CAS9)’
হয় তুমি সর্বজনীন,
‘বিসিএল-১১ (BCL-11)’ জিনকে শুদ্ধ করে
মিটিয়ে দাও আমার লোহিত কণিকার দীন।
আমি সংগ্রামী, আমি আশাবাদী,
আমি প্রত্যর্থী, আমি বিজয়ী,
আমি জয় করতে চাই বিটা-থ্যালাসেমিয়া,
সমর্পিত চেষ্টার ‘জিনোম এডিট’ সাধনে।
*লেখক: ড. ফারহানা রুনা, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র