প্রবাসে ঈদ উদ্‌যাপন

মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বৃহস্পতিবার উদ্‌যাপিত হচ্ছে মুসলিমদের দুটি উৎসবের অন্যতম ঈদুল ফিতর। একই সঙ্গে পশ্চিমা বিশ্বের দেশগুলোতেও আজ ঈদুল ফিতর উদ্‌যাপন করা হচ্ছে। প্রবাসীরাও আজ ঈদের নামাজ আদায় করেছেন।

১ / ৯
সৌদি আরব, কাতার, কুয়েত, তুরস্ক, ওমানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে তাল মিলিয়ে ঈদুল ফিতর উদ্‌যাপন করেছে স্লোভেনিয়ায় বসবাসরত মুসলিম সম্প্রদায়। ঈদুল ফিতরকে কেন্দ্র করে দেশটির রাজধানী লুবলিয়ানাতে অবস্থিত একমাত্র সরকারি মসজিদ দ্য ইসলামিক রিলিজো-কালচারাল সেন্টারে স্বল্প পরিসরে ঈদ জামাতের আয়োজন করা হয়। কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলা সাপেক্ষে কিছু নির্দিষ্ট ব্যক্তিকে ঈদ জামাতে অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়। সাধারণ মুসল্লিদের ঈদ জামাতে অংশ নেওয়ার জন্য অনুমতি দেওয়া হয়নি। ছবি: রাকিব হাসান রাফি
২ / ৯
করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান বিধিনিষেধ কিছুটা শিথিল হওয়ায় উৎসব-আনন্দের মধ্য দিয়ে বৃহস্পতিবার ইউরোপের অন্যান্য দেশের মতো ফ্রান্সেও পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হয়েছে। গেল বছর ঈদের জামাত অনুষ্ঠিত না হওয়ায় এবার মসজিদগুলোতে মুসল্লিদের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। প্যারিসের ওভারভিলিয়ে জামে মসজিদে সকাল সাড়ে ছয়টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পর্যায়ক্রমে একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হয়
ছবি: মোহা. আব্দুল মালেক হিমু
৩ / ৯
আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ইতালির রাজধানী রোমসহ মিলান, ভেনিস, নাপোলির বিভিন্ন শহরে ধর্মপ্রাণ লাখো মুসলিম ঈদগাহ, মসজিদ ও খোলা মাঠে ঈদের নামাজ আদায় করেছেন। বৃহস্পতিবার (১৩ মে) ইতালিতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল ৬টা ৪৫ মিনিটে রাজধানী রোমে ভিক্টোরিয়া ঈদগাহ ময়দানে। এখানে ৪০ মিনিট পরপর সামাজিক দূরত্ব বজায় রেখে কয়েকটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে
ছবি: ইসমাইল হোসেন স্বপন
৪ / ৯
ইতালিতে ঈদের জামাতে দূরত্ব বজায় রেখে মাস্ক পরে নামাজ আদায় করতে দেখা গেছে। নামাজ শেষে বিশ্বের মানুষের শান্তি কামনায় ও করোনাভাইরাসের প্রতিরোধে দোয়া করা হয়
ছবি: ইসমাইল হোসেন স্বপন
৫ / ৯
পর্তুগালে করোনা পরিস্থিতির আশানুরূপ উন্নতি হওয়ায় খোলা মাঠে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। দেশটির বিভিন্ন অঞ্চলে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা ঈদুল ফিতর উদ্‌যাপন করেছেন। সরকারের সব নিয়মনীতি মেনে খোলা মাঠে হাজারো বাংলাদেশি একসঙ্গে ঈদের নামাজ আদায় করেন
ছবি: মনির হোসেন
৬ / ৯
বিশ্বব্যাপী করোনার থাবা ঈদের আনন্দে ব্যাঘাত ঘটিয়েছে প্রবাসীদের মনেও। স্থানীয় সময় সকাল ৮টায় পর্তুগালের রাজধানী লিসবনের মার্তৃম-মুনিজ পার্কে সবচেয়ে বড় ঈদের জামাতে অংশ নেন হাজারো বাংলাদেশি। রাজধানী লিসবন ছাড়াও পর্তুগালের পোর্তো, আলগ্রাভসহ দেশটির বিভিন্ন অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা ঈদের নামাজ আদায় করেছেন
ছবি: মনির হোসেন
৭ / ৯
স্পেনের জরুরি অবস্থা তুলে নেওয়ার পর এবারের ঈদ উৎসবের আমেজে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। খোলা মাঠে ঈদের নামাজে অনুমতি না থাকায় মসজিদে মসজিদে নামাজ পড়ে মুসল্লিরা সন্তোষ প্রকাশ করেন
ছবি: বকুল খান
৮ / ৯
স্পেনে ভিন্ন পরিবেশে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপন করছেন প্রবাসী বাংলাদেশিরা। অন্যান্য বছরের মতো বিশেষ কোনো প্রস্তুতি ছাড়াই এবার প্রাণঘাতী করোনায় সামাজিক দূরত্ব বজায় রেখে সাদামাটাভাবেই ঈদ কাটছে রেমিট্যান্স-যোদ্ধাদের। মহামারি করোনার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে রাখতে ও নিরাপদ থাকতে স্বাস্থ্যবিধি মেনেই ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন দেশটির ধর্মপ্রাণ মুসলমানরা
ছবি: কবির আল মাহমুদ
৯ / ৯
পবিত্র রমজান শেষে মালয়েশিয়ায় ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। মুভমেন্ট কন্ট্রোল অর্ডার নামে লকডাউনের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে দেশটির সবচে বড় জামায়াত অনুষ্ঠিত হয়েছে জাতীয় মসজিদ মসজিদে নিগারায়
ছবি: ইমরান মোস্তফা