চীনে ৭ মার্চ পালন
বেইজিংয়ে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে যথাযথভাবে উদ্যাপন করেছে। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ উপলক্ষে বাংলাদেশে দূতাবাসে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছিল।
গত রোববার সকালে রাষ্ট্রদূত মাহবুবুজ্জামান দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতিতে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু করেন। এরপর বঙ্গবন্ধু, তাঁর পরিবারের সদস্য ও মুক্তিযুদ্ধের শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রাষ্ট্রদূতসহ সব কর্মকর্তা ও কর্মচারী পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানোর পর পাঠ করা হয় বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বার্তা।
বেইজিংয়ের স্থানীয় সময় বেলা একটায় দূতাবাস জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ‘ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের তাৎপর্য; বঙ্গবন্ধুর কূটনীতি ও বৈদেশিক নীতি’ শীর্ষক ওয়েবিনারের আয়োজন করা হয়।