চীনে শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন

বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে কেক কাটেন শিক্ষার্থীরা
বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে কেক কাটেন শিক্ষার্থীরা

বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী উদযাপন করেছেন চীনের হুবেই প্রদেশের থ্রি গরজেস ইউনিভার্সিটির প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীরা। ইচাং শহরে ১৭ মার্চ রোববার স্থানীয় সময় সন্ধ্যায় কেক কেটে ও বঙ্গবন্ধুর জন্য দোয়া করে দিনটি উদযাপন করেন তাঁরা।

পরে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি ছাত্রছাত্রীরা।

বঙ্গবন্ধুর জন্মদিনে শিক্ষার্থীরা
বঙ্গবন্ধুর জন্মদিনে শিক্ষার্থীরা

তাঁরা বলেন, ‘বঙ্গবন্ধু কোনো দল বা গোষ্ঠীর নন। তিনি সব বাঙালির নেতা, বাংলাদেশের জনক। বঙ্গবন্ধু জন্মেছিলেন বলেই বাংলাদেশের জন্ম হয়েছে। আজ তাই কেবল ব্যক্তি মুজিবের জন্মদিন নয়, আজ সব বাঙালির অস্তিত্বের জন্মদিন। তাই বিদেশের মাটিতে আমরাও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করছি। দেশে-বিদেশে প্রতিটি বাঙালির ঘরে-ঘরে আজ বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন করা উচিত।’

এ ছাড়া অনুষ্ঠানে বঙ্গবন্ধুর শিশুকালের ইতিহাস তুলে ধরা হয়। কেক কাটা ও মিষ্টি বিতরণের মধ্য দিয়ে সভা শেষ হয়।
...

মোস্তাক আহম্মেদ শান্ত: মেডিকেল শিক্ষার্থী, থ্রি গরজেস বিশ্ববিদ্যালয়, হুবেই, ইচাং, চীন।