গ্রিসে ভয়াবহ দাবানল

ছবি: সংগৃহীত

এক সপ্তাহ ধরে দাবানলে পুড়ছে তুরস্ক। এবার প্রতিবেশী গ্রিসেও ভয়াবহ দাবানল শুরু হয়েছে। দাবানল সামলাতে হিমশিম খাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিস গত সোমবার সতর্ক করে বলেছিলেন, ১৯৮৭ সালের পর এবারই সবচেয়ে ভয়াবহ দাবদাহের মধ্য দিয়ে যাচ্ছে তাঁর দেশ। সামনের দিনগুলোতে দেশটির তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে বলেও আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।

ছবি: সংগৃহীত

গ্রিসে দাবদাহের এমন তীব্রতার কারণে দেশটিতে দাবানল ছড়িয়ে পড়েছে। দাউ দাউ করে জ্বলছে বন। দাবানলের গ্রাসে একের পর এক গ্রাম। গ্রিসের পাত্রাসের নিকটবর্তী জিরিয়া গ্রামে ভয়াবহ দাবানল। মাইলের পর মাইল পুড়িয়ে ছারখার করে দিচ্ছে সর্বগ্রাসী আগুন।

গত মঙ্গলবার (৩ আগস্ট) রাত পর্যন্ত গ্রিসের এথেন্সসহ কয়েকটি স্থানে দাবানল সৃষ্টি হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে মানুষ হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। হেলিকপ্টার ও বিমান দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুন নেভানোর কাজে স্থলবাহিনীও কাজ করছে।