গরমের সাজ পোশাক

সমুদ্র তীরে মডেল শারমিন

যুক্তরাষ্ট্রের সামার মানে অতিথি পাখি ‘মাধবী হঠাৎ আসে, এসেই বলে যাই যাই যাই।’ কিন্তু এই অল্প সময়ের কারণেই যেন মুখিয়ে থাকি এর স্বাদ গন্ধ নিংড়ে নিতে। প্রতিটি উইকেন্ডে ঘরে ঘরে উৎসব মুখরিত হয়ে উঠে। বারবিকিউ, পিকনিক, বিচ, হাইকিং, দূরযাত্রা, বিয়ে সবকিছু যেন এই স্বল্প স্থায়ী সামারের জন্য অপেক্ষায় থাকে। আর সবকিছুর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে পোশাক নির্বাচন। এ জন্য ফ্যাশন হাউসগুলো নিত্যনতুন ডিজাইনের পোশাক নিয়ে হাজির হয়।

পোশাক নির্বাচনে ভুল করলে এই গরমে আনন্দের পরিবর্তে বিড়ম্বনায় পড়তে হবে নির্ঘাত। তাই আসুন জেনে নিই, কোন পরিবেশে কী ধরনের পোশাক নির্বাচন করতে হবে। ম্যানহাটনের কিশোরী তাসনুভা এই গরমে হালকা রঙের পোশাক বেশি পছন্দ করেন। রঙের পাশাপাশি ডিজাইনের ব্যাপারে তিনি জানান, সিম্পল এবং আরামদায়ক কাপড়ের পোশাক সামারে তার প্রথম পছন্দ। তরুণী নায়নার কণ্ঠেও উঠে এসেছে একই পছন্দের অনুষঙ্গ। গৃহিণী শারমিন বলেন, এই সামারে তিনি রং নিয়ে খেলতে বেশ পছন্দ করেন। বিভিন্ন পরিবেশ অনুযায়ী তিনি বিভিন্ন রং বেছে নেন।

গরমে সিল্ক দীর্ঘক্ষণ পরা কষ্টকর। তাই আমরা যখন বিচে যাব খেয়াল রাখতে হবে পোশাকটি যেন সুতি কাপড়ের হয়। এ ক্ষেত্রে পোশাক নির্বাচনে আমরা বেছে নিতে পারি ঢিলেঢালা শর্টহাতা টি-শার্ট ও থ্রি-কোয়ার্টার প্যান্ট। তরুণীরা স্লিভলেস গেঞ্জি এবং শর্ট প্যান্ট অনায়াসে পরতে পারেন। সঙ্গে সানগ্লাস আর হ্যাট ব্যবহার করতে পারেন।

বারবিকিউ কিংবা বনভোজনে যেতে সুতি কামিজ সঙ্গে পালাজ্জো পরলে বেশ আরামে সারা দিন কাটিয়ে দেওয়া যায়। পায়ে থাকতে পারে অথেনটিক ডিজাইনের স্যান্ডেল অথবা পোশাকের সঙ্গে ম্যাচ করা জুতা। ফতুয়া ও জিনসের প্যান্টও পরা যেতে পারে। সঙ্গে অবশ্যই কেডস পরতে হবে। মেকআপ হতে পারে বেশ ন্যাচারাল এবং ডার্ক শেডের। চোখে আইল্যাশ, মাসকারা এবং আইশ্যাডোর সুন্দর সমন্বয় উৎসবের আমেজ এনে দেবে।

ছেলেদের জন্য এই সময়টা অনেক ভিন্ন আঙ্গিকে নিজেকে তুলে ধরার উত্তম সময়। প্যান্ট-শার্টের বাইরে তাঁরা এ সময়ে পরতে পারেন বিভিন্ন রঙের শর্টস, টি-শার্ট আর গগলস। যারা একটু শৌখিন তাঁরা হালকা জুয়েলারিও এ সময় ব্যবহার করেন।

মেকআপ আর্টিস্ট জ্যানডেল হলিডে বলেন, ‘এ সময় মেকআপের জন্য ডার্ক কালার উত্তম। সামার আমাদের জীবনে স্বল্প সময়ের জন্য আসলেও আমাদের ব্যাপক ও বহুবিধ পরিকল্পনা থাকে শুধু সামারকে ঘিরেই। কাজেই নির্দ্বিধায় গাঢ় মেকআপ আমরা করতে পারি।’

মেকআপ আর্টিস্ট জ্যানডেল হলিডে

সানস্ক্রিন ব্যবহারের ক্ষেত্রে জ্যানডেল হলিডে বলেন, সমুদ্র তীরে যাওয়ার বিশেষভাবে নজর রাখতে হবে এসপিএফের দিকে। রোদ কম থাকলেও কিন্তু সানস্ক্রিন ব্যবহার করতে হবে। কারণ সূর্যের অতিবেগুনি রশ্মি মেঘ আটকাতে পারে না। মুখের জন্য অতি অবশ্যই আমরা আলাদা সানস্ক্রিন ব্যবহার করব। গায়েরটা ভুলেও মুখে মাখতে যাবেন না। এতে হিতে বিপরীত হতে পারে।

সামারে বিয়ে বা জন্মদিনের জন্য তরুণীরা সালোয়ার কামিজ, লেহেঙ্গা কিংবা লং ড্রেস পরবেন। সঙ্গে কুন্দন কিংবা পার্লের জুয়েলারি পরতে পারেন। আবার রুচি অনুযায়ী ওয়েস্টার্ন ড্রেসও পরতে পারেন। সঙ্গে হালকা জুয়েলারি। নারীরা পরবেন জমকালো কাজের শাড়ি। ট্রেডিশনাল শাড়িও এ ক্ষেত্রে দারুণ যায়। পোশাকের সঙ্গে ম্যাচ করে হাইহিল বা বক্স হিল পরা যেতে পারে। হাতে অবশ্যই একটা পার্স থাকবে।