ক্যানবেরায় ঐতিহাসিক ৭ মার্চ উদ্‌যাপিত

ছবি: দূতাবাসের সৌজন্য

অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ দিবস উদ্‌যাপিত হয়েছে। ক্যানবেরার বাংলাদেশের হাইকমিশন ৮ মার্চ এ দিবস উদ্‌যাপন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করে। সভায় উপস্থিত আলোচকেরা ৭ মার্চের ভাষণের রাজনৈতিক প্রেক্ষাপট এবং জাতি ও আন্তর্জাতিক পর্যায়ে এর গুরুত্ব তুলে ধরে ধরেন। আলোচনায় বিশিষ্ট বিজ্ঞানী আবেদ চৌধুরীসহ আরও অনেকে বক্তব্য দেন। এ ছাড়া সভায় হাইকমিশনারের বক্তব্যে হাইকমিশনার সুফিউর রহমান বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বিশ্বের সব স্বাধীনতাকামী জাতির জন্য এক উজ্জ্বল আলোকবর্তিকা এবং চিরন্তন অনুপ্রেরণার উৎস।

এর আগে দিবসটিতে ক্যানবেরায় বাংলাদেশ হাইকমিশন প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়। এরপর ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দেওয়া বাণী পাঠ করা হয়। বাংলাদেশ হাইকমিশনে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের ভিডিও চিত্র প্রদর্শনও করা হয়। এসব অনুষ্ঠানে ক্যানবেরার প্রবাসী বাংলাদেশি এবং মিশনের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।