কোরিয়ায় ইপিএস অ্যাওয়ার্ড ও উদ্যোক্তা প্রোগ্রাম

ইপিএস অ্যাওয়ার্ড ও উদ্যোক্তা প্রোগ্রামে অংশগ্রহণকারীরা। ছবি: মৃদুল সোম
ইপিএস অ্যাওয়ার্ড ও উদ্যোক্তা প্রোগ্রামে অংশগ্রহণকারীরা। ছবি: মৃদুল সোম

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে ইপিএস বাংলা কমিউনিটির উদ্যোগে তরুণদের স্বপ্ন বাস্তবায়নের উদ্দেশ্য নিয়ে অনুষ্ঠিত হয়েছে ইপিএস অ্যাওয়ার্ড ও উদ্যোক্তা প্রোগ্রাম। গত রোববার (১৭ নভেম্বর) সিউলের কেইবি হানা ব্যাংক অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বেশিসংখ্যক বাংলাদেশি কর্মী নিয়োগ দেওয়ায় দুজন কোরীয় মালিককে অ্যাওয়ার্ড দেওয়া হয়। এ ছাড়া অন্য ক্যাটাগরিতে ইপিএস উদ্যোক্তা, সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী ও বেস্ট ইপিএস কর্মী হিসেবে প্রতিটি বিভাগে দুজনকে অ্যাওয়ার্ড দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশি উদ্যোক্তা ও নিজের বলার মতো একটি গল্পের প্রতিষ্ঠাতা ইকবাল বাহার। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইপিএস সেন্টারের মহাব্যবস্থাপক মোহাম্মদ শামসুল আলম।

বক্তব্য দেন দেশটির সরকারি প্রতিষ্ঠান সিউল বিজনেস এজেন্সির প্রতিনিধি, কেইবি হানা ব্যাংক প্রতিনিধি ও বাংলাদেশি নারী উদ্যোক্তা রিপা আর জাহান।

অনুষ্ঠানের একটি দৃশ্য। ছবি: মৃদুল সোম
অনুষ্ঠানের একটি দৃশ্য। ছবি: মৃদুল সোম

অনুষ্ঠানে ইপিএস বাংলা কমিউনিটির উদ্যোগে সিউল বিজনেস এজেন্সির উদ্যোক্তাবিষয়ক ট্রেনিং প্রকল্পও খুব দ্রুতই করার সিদ্ধান্ত হয়েছে।

সবার সহযোগিতায় সুন্দর একটি আয়োজন সম্পন্ন করতে পেরে আন্তরিক ধন্যবাদ জানান ইপিএস বাংলা কমিউনিটির নেতারা। তাঁরা মনে করেন, সফল উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়ে তুলতে তাঁদের অনুষ্ঠান যদি সামান্য অবদান রাখতে পারে, সেটাই হবে ইপিএস বাংলা কমিউনিটির সার্থকতা।

দেশটির বিভিন্ন এলাকা থেকে নিবন্ধনকৃত ৩৫০ জন বাংলাদেশি তরুণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশি বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা।

অনুষ্ঠানের একটি দৃশ্য। ছবি: মৃদুল সোম
অনুষ্ঠানের একটি দৃশ্য। ছবি: মৃদুল সোম

আয়োজনের স্পনসর হিসেবে সহযোগিতায় ছিল কেইবি হানা ব্যাংক, সিউল বিজনেস এজেন্সি, সুমাইয়া টেক, ভিক্টোরিয়া ট্রাভেল, হ্যাপি স্টার ট্রাভেল, কোরিয়া মার্ট-বাংলাদেশ ও কোরিয়া ফরেন ওয়ার্কার্স সাপোর্ট সেন্টার।