কোরিয়া-বাংলা প্রেসক্লাবের কমিটি গঠন
দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশি সংবাদকর্মীদের নিয়ে গঠিত কোরিয়া বাংলা প্রেসক্লাবের ২০২১-২২ সালের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। ১৭ অক্টোবর দেশটির রাজধানী সিউলের স্থানীয় একটি হোটেলে কোরিয়া-বাংলা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়।
সংগঠনের উপদেষ্টামণ্ডলীদের অধীনে সদস্যদের প্রত্যক্ষ ভোটে দৈনিক ঢাকা টাইমসের কোরিয়া প্রতিনিধি মোহাম্মদ হানিফ সভাপতি এবং বাংলাভিশনের প্রতিনিধি ইজাজুল হক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। পরে সদস্যদের মতামত ও সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে ১৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। উপদেষ্টামণ্ডলীর সদস্যরা হলেন সরওয়ার কামাল (বাংলাটেলিগ্রাফ, প্রধান সম্পাদক) ও এম এন ইসলাম।
কার্যকরী পরিষদের সদস্যরা হলেন সহসভাপতি অসীম বিকাশ বড়ুয়া (জাগোনিউজ), সাংগঠনিক সম্পাদক এম এ মাহবুব (সময় টিভি), অর্থ সম্পাদক আল আমিন মৃধা (আজকের বার্তা), প্রচার সম্পাদক আমিনুল মোগল (প্রেস বিডি৭১), দপ্তর সম্পাদক রমজান আলি (এলটিভি), তথ্য ও গবেষণা সম্পাদক পনতু কুমার রায় (ফ্রিল্যান্স লেখক)। সাধারণ সদস্যরা হলেন কামারুজ্জামান রনি, আল আমিন শেখ, নুরুল আলম মোল্লা, এফ কে মিরাজ, আল আজিম, আলিমুর রহমান আলিম, আবু ছিদ্দিক মামুন প্রমুখ।